নাহিদ জামান, খুলনা
রূপসায় ৫’ম অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় কোয়াটার ফাইনাল ১৩ নভেম্বর বুধবার বিকালে কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
খেলাটি নৈহাটি সান স্পোর্টিং ক্লাব এবং খুলনা সিটি ফুটবল ক্লাব এর মধ্যে অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধে ২ দল আক্রমন ও পাল্টা আক্রমন করে দর্শকের মন জয় করেও গোল করতে ব্যার্থ হয়। খেলার দ্বিতীয়ার্ধের ৬ মিনিটের সময় সান স্পোর্টিং ক্লাবের ১০ নম্বর জার্সি পরিহিত ইমন গোল করে দল কে ১-০ তে এগিয়ে নিয়ে যায়। খেলার ১৮ মিনিটের সময় আবারও সান স্পোর্টিং ক্লাবের ৬ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার হৃদয় গোল করে খেলায় ২-০ তে এগিয়ে যায়। খেলার নিদৃষ্ট সময়ের মধ্য কোন দল আর গোল করতে না পারায় সান স্পোর্টিং ক্লাব ২-০ তে জয় লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করে।
খেলা পরিচালনা করেন মিরাজ সরদার, আজিবর রহমান, আকিব জাবেদ। খেলায় ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন মোস্তাহিদুর রহমান মুক্ত।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ, খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, ফুটবল কোচ মোঃ মুস্তাকুজ্জামান, ক্রীড়া সংগঠক আলতাফ মাহমুদ টিপু, আঃ রহমান, মঈনুল ইসলাম টুটুল, নৈহাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক মহিউদ্দিন মিন্টু, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির আহবায়ক আঃ মালেক, ক্রীড়া সংগঠক নুর আলী, সৈয়দ মাহমুদ আলী, আলম শেখ, মোঃ নাসিম, শামীম হাসান, তুষার খান, মোঃ নজিমুদ্দিন, রউফুল হক মুকুল, বাশির আহম্মেদ লালু, খান মেজবা উদ্দীন সেলিম, জিয়াউর রহমান, আঃ কাদের, প্রশান্ত দে, ইসলাম সরদার, আলী আকবর, মনির ঢালী, আবুল কালাম, শাহাজাদা আলমগীর, রনজিদ হালদার, সজীব খান, হাসান ফরাজি, জহির খান, ফেরদৌস প্রমূখ।
অনুষ্ঠানে খেলায় বিজয়ী দল কে পুরস্কৃত করা হয়।
অতিথি হিসাবে বিজয়ী দলের মাঝে পুরষ্কার বিতরন করেন রূপসা পল্লী বিদুৎ এর এজিএম এম, এ হালিম খান। খুলনা সিটি স্পোর্টিং ক্লাবের গোলকিপার রহমান কে সেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরন শেষে বিজয়ী দলের অধিনায়ক হৃদয় তাদের বিজয়ের প্রতিক্রিয়া ব্যাক্ত করেন।
আগামী ১৫ নভেম্বর শুক্রবার বিকালে ৩য় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে খান আলমগীর কবির স্মৃতি পরিষদ এবং ফকিরহাট আট্টাকা স্পোর্টিং ক্লাব।