ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইচ্ছে পূরণ ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo বিএনপি নেতা ফেরদৌস আলম মৃধা নিজস্ব অর্থায়নের বলদী গ্রামের বেহাল রাস্তা গুলো পূর্ণ সংস্কারের কাজ শুরু করেন Logo সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণ করে সিআইপি অ্যাওয়ার্ড পাওয়া জসিম উদ্দিনকে সংবর্ধনা Logo মুরাদনগরে খামারগ্রাম প্রবাসী সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে দোয়া মাহফিল Logo বুড়িচং বাকশীমূল স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo খুলনায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা Logo সিলেট জেলা যুবদলের নেতা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ Logo ফুলবাড়ীতে প্রি-পেইড মিটার বন্ধের দাবি Logo বরুড়ার দলুয়া তুলাগাও দাখিল মাদ্রাসার ৫৪ তম বার্ষিক বড় খতম ও দোয়া অনুষ্ঠিত Logo ফুলবাড়ীতে কানাহার ডাঙ্গা ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাধ্য হয়েছি

বাধ্য হয়েছি
সেন্টু রঞ্জন চক্রবর্তী

আমি
বাধ্য হয়েছি অসংযত হতে
পশুবৃত্তির বিকাশ দেখি
নির্মম নিষ্ঠুর নৃষংশতা সাথে
মেতে উঠে যখনি মানুষ,
রাত্রির নিস্তব্দতা নেমে আসে দিনে
মানুষেরা দায় শোধ করে রক্ত ঋণে
বিনাশী উৎসবে প্রাণের সংহার
নিজেকে ঠিক রাখতে পারিনা আর
চারদিকে নগ্নতা ছড়ায় কাপুরুষ।

কোথায় সভ্যতা?
কোথায় সে মিথ্যে ধর্মের বাণী?
পতিতালয়ের রমণী সগৌরবে
সেজেছে সিংহাসনে রানী
দাবি করে বলে “আমি সতী”,
ইচ্ছে করে একদম ঘার ধরে
জিজ্ঞাসা করি ক্রোধে
মেতে উঠি একা প্রতিশোধে
প্রতীক্ষনে নরক রচে নিরীহ জনপদে
বাড়ায় যারা চরম দুর্গতি।

আমি
বাধ্য হয়েছি অসংযত হতে
খুন লেগে আছে যার হাতে
তক্তপোষে যখনি দেখি আসিন
নিয়েছে শাসনের ভার,
আমার রক্ত উত্তপ্ত হয়ে উঠে
দিকবিদিক ছুটে
শৃঙ্খলার সকল বাঁধন টুটে
লালিত স্বপ্নেরা শিশুর মতো কাঁদে
তাই, ধুলার মতোই বারুদ উড়াই ঘৃণার।

বন্ধুরা
এইতো এসেছে দারুন দিন
হিসেব নেয়ার উপযুক্ত সময়
শ্মশানের আগুন তুলে নাও হাতে
তফাৎ নেই আজ দিনরাতে ,
শত্রুর ঘরে দাও হানা
কেউ নেই করে মানা
মাটি ফুরে উঠেছে রক্তবীজ
তোমার সাথী হতে জেগে আছে তারা
অন্যায় ভেসে যাক আজকে রক্ত প্রপাতে।

(আগরতলা ১২/১২/২০২৪)

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইচ্ছে পূরণ ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

SBN

SBN

বাধ্য হয়েছি

আপডেট সময় ১০:২৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

বাধ্য হয়েছি
সেন্টু রঞ্জন চক্রবর্তী

আমি
বাধ্য হয়েছি অসংযত হতে
পশুবৃত্তির বিকাশ দেখি
নির্মম নিষ্ঠুর নৃষংশতা সাথে
মেতে উঠে যখনি মানুষ,
রাত্রির নিস্তব্দতা নেমে আসে দিনে
মানুষেরা দায় শোধ করে রক্ত ঋণে
বিনাশী উৎসবে প্রাণের সংহার
নিজেকে ঠিক রাখতে পারিনা আর
চারদিকে নগ্নতা ছড়ায় কাপুরুষ।

কোথায় সভ্যতা?
কোথায় সে মিথ্যে ধর্মের বাণী?
পতিতালয়ের রমণী সগৌরবে
সেজেছে সিংহাসনে রানী
দাবি করে বলে “আমি সতী”,
ইচ্ছে করে একদম ঘার ধরে
জিজ্ঞাসা করি ক্রোধে
মেতে উঠি একা প্রতিশোধে
প্রতীক্ষনে নরক রচে নিরীহ জনপদে
বাড়ায় যারা চরম দুর্গতি।

আমি
বাধ্য হয়েছি অসংযত হতে
খুন লেগে আছে যার হাতে
তক্তপোষে যখনি দেখি আসিন
নিয়েছে শাসনের ভার,
আমার রক্ত উত্তপ্ত হয়ে উঠে
দিকবিদিক ছুটে
শৃঙ্খলার সকল বাঁধন টুটে
লালিত স্বপ্নেরা শিশুর মতো কাঁদে
তাই, ধুলার মতোই বারুদ উড়াই ঘৃণার।

বন্ধুরা
এইতো এসেছে দারুন দিন
হিসেব নেয়ার উপযুক্ত সময়
শ্মশানের আগুন তুলে নাও হাতে
তফাৎ নেই আজ দিনরাতে ,
শত্রুর ঘরে দাও হানা
কেউ নেই করে মানা
মাটি ফুরে উঠেছে রক্তবীজ
তোমার সাথী হতে জেগে আছে তারা
অন্যায় ভেসে যাক আজকে রক্ত প্রপাতে।

(আগরতলা ১২/১২/২০২৪)