
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লক্ষ্যে লাকসামে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে লাকসাম পৌরসভার বঙ্গবন্ধু অডিটরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
এসময় তিনি আরো বলেন, দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি হবে ডিজিটাল সংযোগ। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজের জন্য ডিজিটাল সংযোগ মূল ভিত্তি হিসেবে কাজ করবে। রোবোটিকস অ্যান্ড বিগ-ডাটা সমন্বিত ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে সরকার বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে চায়। উন্নত জীবনযাপনের লক্ষ্যে তরুণ প্রজন্ম এখন ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার স্বপ্ন দেখছে।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রাকিবুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ইউনুছ ভুঁইয়া, পৌরসভার মেয়র মোঃ আবুল খায়ের, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অহিদুর রহমান।
সমাবেশে লাকসাম উপজেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : 



















