
মোঃ আবুল হাসেম, বরুড়া
কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় আশা ক্ষুদ্র ঋণ প্রদান কারী সংস্থা ঝলম শাখার উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ১৭ ডিসেম্বর ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন আশা বরুড়া অঞ্চলের এস আর এম মোঃ আবু আহমেদ। এই সময় উপস্থিত ছিলেন বরুড়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবুল হাসেম, আশা ঝলম শাখার ম্যানেজার আবু কায়সার, এলাকার মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসা সেবা গ্ৰহনকারী।
চিকিৎসা প্রদান করেন আশা ঝলম শাখার হেলথ সেন্টারের ইনচার্জ মোহাম্মদ আলী। আশা কর্পোরেট স্যোশাল রেসপনসেবিলিটি (চশড়) কার্যক্রমের আওতায় বছরে কয়েক লক্ষ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ, শীতবস্ত্র ,সেনিটেশন ইত্যাদি সেবা প্রদান করে আসছে। যার অর্থ সংস্থার উদ্ধৃত তহবিল থেকে যোগান দেওয়া হয়।
মুক্তির লড়াই ডেস্ক : 





















