স্টাফ রির্পোটার
বরুড়া আবু তাহের বৃত্তি ফাউন্ডেশনের মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষার ফলাফল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ই ডিসেম্বর বরুড়া পৌরসভার সাহারপুদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবু তাহের বৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিনশত বিশজন শিক্ষার্থীর অংশগ্রহনে এই বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।সারাদিন ব্যাপী অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাহারপুদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানা।
এদিন বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন রক্তঋণ প্রবাসী ফোরামের সভাপতি গাজী মোঃ ওয়াহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ও জার্মান প্রবাসী শাহ জাহান মৃধা।এদিন সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ জাকির হোসাইন, মানবসেবা সামাজিক সংগঠনের সভাপতি কাজী মুফতি মোহাম্মদ মমিন উল্ল্যাহ ভুঁইয়া, ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ জাকির হোসাইন, যুব নেতা মোঃ আবদুল বারিক, হাফেজ মুহাম্মদ শাহাদাত হোসাইন জাহিদ, সমাজ সেবক মুহাম্মদ লোকমান সালেহ।
অনুষ্ঠান পরিচালনা করেন সোহরাব হোসেন, অনুষ্ঠান সঞ্চালনা শায়ের গোলাম মুস্তফা রেজা ক্বাদেরী।
এদিন ৭০ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে তিনজন ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছে।