ম্যাকাওয়ের মাতৃভূমিতে ফিরে আসার ২৫তম বার্ষিকীর অনুষ্ঠান এবং ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের ষষ্ঠ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান গত (শুক্রবার) সকালে ম্যাকাও ইস্ট এশিয়ান গেমস স্টেডিয়ামে আয়োজিত হয়। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট, ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেন।
ভাষণে সি বলেন, চীনের প্রথম দফা আন্তর্জাতিক শিক্ষার্থীরা এখান থেকেই দেশের বাইরে গিয়েছিল; অনেক চীনা ধ্রুপদী সাহিত্য এখান থেকে অনুবাদ করে পশ্চিমে ছড়িয়ে দেওয়া হয়; অনেক আধুনিক পশ্চিমা বিজ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতি ম্যাকাওয়ের মাধ্যমে চীনের মূল ভূখন্ডে প্রবর্তিত হয়েছে। মোদ্দাকথা, বিভিন্ন ঐতিহাসিক সময়ে, ম্যাকাও মাতৃভূমির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং অনন্য অবদান রেখেছে।
সি বলেন, ম্যাকাওয়ের মাতৃভূমিতে ফিরে আসার পর বিগত ২৫ বছরে, কেন্দ্রীয় সরকারের সমর্থনে, বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার বিভিন্ন মহলের ব্যক্তিদেরকে নেতৃত্ব দিয়ে ও ‘এক দেশ, দুই ব্যবস্থা’ চর্চা করে, দুর্দান্ত সাফল্য অর্জন করেছে।
তিনি আরও বলেন, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল পদ্ধতিগতভাবে জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য আইনি ব্যবস্থা স্থাপন করেছে; কেন্দ্রীয় সরকারের ব্যাপক শাসন-ক্ষমতা প্রয়োগ করে, আইন অনুযায়ী স্বায়ত্তশাসনের উচ্চ মাত্রার চর্চা বাস্তবায়ন করেছে। ম্যাকাওয়ের অধিবাসীরা ইতিহাসের যে-কোনো সময়ের তুলনায় ব্যাপক অধিকার ও স্বাধীনতা ভোগ করছেন। ‘এক দেশ, দুই ব্যবস্থা’ ম্যাকাওয়ের রাজনৈতিক ও সামাজিক ভিত্তি আরও মজবুত করেছে।
সি বলেন, মাতৃভূমিতে প্রত্যাবর্তনের পর থেকে ম্যাকাওয়ের উজ্জ্বল কৃতিত্ব প্রমাণ করেছে যে, ‘এক দেশ, দুই ব্যবস্থা’-র উল্লেখযোগ্য প্রাতিষ্ঠানিক সুবিধা ও শক্তিশালী জীবনীশক্তি রয়েছে।
তিনি আরও বলেন, হংকং ও ম্যাকাও-এর টেকসই সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য এটি একটি ভালো ব্যবস্থা। এটি একটি ভালো ব্যবস্থা, যা একটি শক্তিশালী দেশ গঠন ও জাতিকে পুনরুজ্জীবিত করার মহান হাতিয়ার। বিভিন্ন সামাজিক ব্যবস্থার মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও জয়-জয় সহযোগিতার জন্য এটি একটি ভালো ব্যবস্থা, যা স্থায়ীভাবে বজায় রাখতে হবে।
অনুষ্ঠানে, শপথ গ্রহণ করেন ম্যাকাওয়ের নতুন ও ৬ষ্ঠ প্রধান নির্বাহী সাম হাও হুই। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং শপথগ্রহণ অনুষ্ঠান তত্ত্বাবধান করেন।
তিনি বলেন, হংকং ও ম্যাকাওয়ের সুদীর্ঘকালের সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য ‘এক দেশ, দুই ব্যবস্থা’-কে এগিয়ে নিয়ে যেতে হবে। তার উত্থাপিত ৪-দফা প্রস্তাব হচ্ছে:
প্রথমত, ‘এক দেশের’ ভিত্তি মেনে চলতে হবে ও ‘দুই ব্যবস্থার’ সুবিধাগুলোকে ভালোভাবে ব্যবহার করতে হবে। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থকে সমুন্নত রাখতে হবে, কেন্দ্রীয় সরকারের ব্যাপক শাসন-ক্ষমতাকে সবসময় সমুন্নত রাখতে হবে। একই সঙ্গে, ‘দুই ব্যবস্থার’ পার্থক্যকে সম্মান করতে হবে; পুরোপুরিভাবে বিশেষ প্রশাসনিক অঞ্চলের উচ্চ মাত্রার স্বায়ত্তশাসনের অধিকার সুনিশ্চিত করতে হবে।
দ্বিতীয়ত, উচ্চ-স্তরের নিরাপত্তা বজায় রাখতে হবে এবং উচ্চ-মানের উন্নয়নকে এগিয়ে নিতে হবে।
তৃতীয়ত, ‘এক দেশ, দুই ব্যবস্থা’র অনন্য সুবিধা কাজে লাগাতে হবে এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক যোগাযোগকে শক্তিশালী করতে হবে।
চতুর্থত, প্রধান মূল্যবোধকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সহনশীলতা ও সম্প্রীতি মজবুত করতে হবে।
সি বলেন, যুবক-যুবতীদেরকে ম্যাকাও ও দেশের যত্ন নিতে হবেন, উচ্চ আকাঙ্খা রাখতে হবে এবং মনোযোগ দিয়ে কাজ করতে হবে। তিনি আশা করেন, ‘এক দেশ, দুই ব্যবস্থা’-র আরও ভালো প্রয়োগকারী হবে আজকের যুবসমাজ। এতে ম্যাকাও আরও সুন্দর ও সমৃদ্ধ হবে।
প্রেসিডেন্ট সি বলেন, নতুন সময়পর্বে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ অনুশীলনের গুরুত্বপূর্ণ মিশন হচ্ছে হংকং ও ম্যাকাওয়ের আরও ভালো উন্নয়ন বাস্তবায়ন করা, যাতে শক্তিশালী দেশের নির্মাণকাজ ও জাতীয় পুনরুদ্ধারে আরও বেশি অবদান রাখা যায়।
সি বলেন, নতুন প্রজন্মের ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের উচিত, ‘এক দেশ, দুই ব্যবস্থা’-র সুবিধাগুলো আরও ভালোভাবে কাজে লাগানো। ম্যাকাওয়ের নতুন সরকারকে অর্থনীতির বহুমুখী উন্নয়নকাজ এগিয়ে নিতে হবে; বিশেষ প্রশাসনিক অঞ্চলের ব্যবস্থাপনা ক্ষমতা বাড়াতে হবে; আরও উচ্চ পর্যায়ের বৈদেশিক উন্মুক্তকরণের প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে; এবং সমাজের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে হবে।
সূত্র: ছাই,ওয়াং হাই মান,অনুপমা-আলিম, চায়না মিডিয়া গ্রুপ।