মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের ভূতাইল গ্রামে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের সভাপতি মাহাবুল হাসান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠান
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন মোহাম্মদ ওমর ফারুক। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আবদুল মোমেন।
এসময় অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন
প্রধান পৃষ্টপোষক বাহালুল আলম, সাবেক ডিজিএম আবদুল করিম, এপিপি তাসলিমা আক্তার, ব্যাংকার জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আমজাদ আলী তছু, আলমগীর সরকার, ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার, ইন্টাক্টর আনিসুর রহমান, তানভীর রেজা রিঙ্কু, শিক্ষক দীপ্তি রানী সরকার, শিক্ষক নাসির উদ্দিন, ইসহাক মুন্সি, সজল খান, আবদুস সাত্তার, সেচ্ছাসেবী সাইদ আলম, ইয়ার হোসেন সরকার, মোঃ কাজল, মেহেদী হাসান তানজিম।
অনুষ্ঠানে ৬শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এবং ১৩জন মেধাবী শিক্ষার্থীদের এককালীন মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
এসময় এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সহস্রাধিক নারীপুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।