মোঃ দুলাল মিয়া
বিশ্ব মন্ডলে শান্তি কামনায় ৫৪ বছর বিশিষ্ট আলেমদের মিলন মেলা কুমিল্লা বরুড়া উপজেলা ভাউকসার ইউনিয়নের দলুয়া তুলাগাও দাখিল মাদ্রাসার বার্ষিক দোয়া মাহফিল বড় খতম ২১ ডিসেম্বর দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
খতম কমিটির সম্পাদক মোঃ আমির হোসেন ভূইয়ার তত্বাবধানে উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন বাকিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগাইশ দরবার শরীফের পীর সাহেব মোসতাক ফয়েজী।
মাদ্রাসা সুপার মোঃ আবুল কাশেমের সার্বিক তত্বাবধানে বয়ান করেন মাওঃ আবদুস সাত্তার ওসমানি, মাওঃ মিজানুর রহমান মুনিরী, অধ্যাপক শফিকুল ইসলাল হেলাল, মাওঃ মোঃ আবুল কাশেম ও জি এম শাহজাহান এর পরিচালনায় বক্তব্য রাখেন, ভাউকসার ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জামান মাসুদ, সমাজকর্মী জহিরুল হক স্বপন, মোঃ হারিসুর রহমান, সালামত মেম্বারসহ আরো অনেকে।