
ইংরেজি নববর্ষ উপলক্ষে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর চায়না মিডিয়া গ্রুপকে একটি অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। তিনি চায়না মিডিয়া গ্রুপের পরিচালক এবং সব কর্মচারীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, সিএমজিকে ২০২৫ গোল্ড ইভেন্ট রিসোর্স প্রকাশ এবং সর্ব-মিডিয়া প্রোগ্রাম ‘স্পোর্টস টু উইন টুগেদার’ চালু করার জন্য অভিনন্দন জানিয়েছেন।
বাখ তার অভিনন্দনবার্তায় বলেন যে, চায়না মিডিয়া গ্রুপ কয়েক দশক ধরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মূল্যবান অংশীদার ছিল এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এমন একটি মিডিয়া অংশীদারের সঙ্গে সহযোগিতা করতে পেরে গর্বিত। ফলপ্রসূ সহযোগিতার একটি নতুন অধ্যায় লিখতে চায়না মিডিয়া গ্রুপের সঙ্গে কাজ করতে চান তিনি।
বাখ বলেন যে, চেয়ারম্যান হিসাবে তার মেয়াদ শেষ হচ্ছে এবং তিনি এই সুযোগটি গ্রহণ করতে চান। তিনি সিএমজি’র পরিচালক এবং এর সব কর্মচারীদের তাদের দশ বছরের সহযোগিতা ও বন্ধুত্বের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সূত্র:জিনিয়া-তৌহিদ-ফেই,চায়না মিডিয়া গ্রুপ।