ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিদর্শনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম Logo রামপালে জুয়া ও যাত্রাপালা আসর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল Logo বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই চলবে না – হাসনাত আব্দুল্লাহ Logo পত্নীতলায় তারুণ্যের উৎসব কর্মশালা অনুষ্ঠিত Logo রাস্তায় পড়ে থাকা বৃদ্ধার স্বজনের খোঁজ মিললো Logo খুলনায় আতঙ্কের অন্য নাম পিস্তল সোহেল Logo বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিদর্শনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা Logo সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সোয়াচ অফ নো-গ্রাউন্ডের ব্যবস্থাপনা পরিকল্পনা চূড়ান্ত করেছে সরকার – পরিবেশ উপদেষ্টা Logo পাকুন্দিয়ায় কোদালিয়া এলাকায় আগুনে পুড়ে বসত বাড়ি ছাই Logo বুড়িচংয়ে ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

রাঙামাটিতে রাবিপ্রিবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ে (রাবিপ্রবি) দ্রুত উপাচার্য (ভিসি) নিয়োগের দাবিতে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ সোমবার (০৬ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বনরুপা বাজারে প্রবেশমুখে তারা এ অবস্থান নেন। এ সময় তারা ভিসি নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা এসময় বলেন, ভিসি-প্রো ভিসি পদত্যাগের পর গত চার মাস ধরে ভিসিবিহীন রয়েছে বিশ্ববিদ্যালয়। এতে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক, প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। ঠিকমতো হচ্ছে না ক্লাস, পরীক্ষা। নামমাত্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম হচ্ছে। এতে শিক্ষাজীবনে পিছিয়ে পড়তে হচ্ছে। বৃহস্পতিবারের মধ্যে ভিসি নিয়োগ না দিলে শিক্ষার্থীরা আরো বড় আন্দোলনে যাওয়ার হুমকি দেন।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভারয়েন্ট সায়েন্স এর চেয়ারম্যান ও জরুরি প্রশাসনিক-আর্থিক ও একাডেমিক কাজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ড. নিখিল চাকমা জানিয়েছেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভিসি দরকার। আগের ভিসির পদত্যাগের পর থেকেই ভিসি না থাকায় আমি জরুরি প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক দায়িত্ব পালন করে আসছি।’ তিনি আরো বলেন, ‘কিন্তু প্রায় ছয়মাস ধরে ভিসি না থাকা একটি প্রতিষ্ঠানের জন্য বিরাট সমস্যা।

এদিকে সড়ক অবরোধের পর শিক্ষার্থীদের সাথে দেখা করে কথা বলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রুহুল আমিন, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সাহেদ উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রুহুল আমিন বলেন, শিক্ষার্থীরা ভিসি নিয়োগের দাবিতে সড়কে অবস্থানের পর তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে ভিসি নিয়োগের বিষয়ে আশ্বস্ত করার পর তারা সড়ক থেকে অবস্থান কর্মসূচি সরিয়ে নেয়। শিক্ষা মন্ত্রণালয়ের আমরা বিষয়টি জানিয়েছি। আশা করছি ২-৩দিনের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট রাবিপ্রবির উপাচার্য ও উপ-উপাচার্য ছাত্র-জনতার দাবির মুখে পদত্যাগ করেন। দীর্ঘ ৪মাস ভিসি নিয়োগ না দেওয়ায় প্রতিষ্ঠানটিতে শূন্যতা সৃষ্টি হয়। তারই প্রেক্ষিতে আজ ৬ জানুয়ারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিদর্শনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম

SBN

SBN

রাঙামাটিতে রাবিপ্রিবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

আপডেট সময় ০৭:৪৯:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ে (রাবিপ্রবি) দ্রুত উপাচার্য (ভিসি) নিয়োগের দাবিতে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ সোমবার (০৬ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বনরুপা বাজারে প্রবেশমুখে তারা এ অবস্থান নেন। এ সময় তারা ভিসি নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা এসময় বলেন, ভিসি-প্রো ভিসি পদত্যাগের পর গত চার মাস ধরে ভিসিবিহীন রয়েছে বিশ্ববিদ্যালয়। এতে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক, প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। ঠিকমতো হচ্ছে না ক্লাস, পরীক্ষা। নামমাত্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম হচ্ছে। এতে শিক্ষাজীবনে পিছিয়ে পড়তে হচ্ছে। বৃহস্পতিবারের মধ্যে ভিসি নিয়োগ না দিলে শিক্ষার্থীরা আরো বড় আন্দোলনে যাওয়ার হুমকি দেন।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভারয়েন্ট সায়েন্স এর চেয়ারম্যান ও জরুরি প্রশাসনিক-আর্থিক ও একাডেমিক কাজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ড. নিখিল চাকমা জানিয়েছেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভিসি দরকার। আগের ভিসির পদত্যাগের পর থেকেই ভিসি না থাকায় আমি জরুরি প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক দায়িত্ব পালন করে আসছি।’ তিনি আরো বলেন, ‘কিন্তু প্রায় ছয়মাস ধরে ভিসি না থাকা একটি প্রতিষ্ঠানের জন্য বিরাট সমস্যা।

এদিকে সড়ক অবরোধের পর শিক্ষার্থীদের সাথে দেখা করে কথা বলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রুহুল আমিন, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সাহেদ উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রুহুল আমিন বলেন, শিক্ষার্থীরা ভিসি নিয়োগের দাবিতে সড়কে অবস্থানের পর তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে ভিসি নিয়োগের বিষয়ে আশ্বস্ত করার পর তারা সড়ক থেকে অবস্থান কর্মসূচি সরিয়ে নেয়। শিক্ষা মন্ত্রণালয়ের আমরা বিষয়টি জানিয়েছি। আশা করছি ২-৩দিনের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট রাবিপ্রবির উপাচার্য ও উপ-উপাচার্য ছাত্র-জনতার দাবির মুখে পদত্যাগ করেন। দীর্ঘ ৪মাস ভিসি নিয়োগ না দেওয়ায় প্রতিষ্ঠানটিতে শূন্যতা সৃষ্টি হয়। তারই প্রেক্ষিতে আজ ৬ জানুয়ারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।