
স্টাফ রিপোর্টার
শীতার্ত মানুষের শীত নিবারনে ১০ জানুয়ারি বিকেলে গাজীপুর সিটি পুবাইল থানা মীরের বাজার চৌরাস্তায় কম্বল বিতরণ করেছে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফায়উন্ডেশন।
সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দুলাল মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর আলহাজ্ব সুলতান উদ্দীন আহমেদ। আন্চলিক সমন্বয়ক শাকিল হাওলাদার স্বাধীন জনির সার্বিক তত্বাবধানে জাতীয় সংগীত পরিবেশন করে সম্মিলিত শপথ হয়।
স্বেচ্ছা শ্রমে সংগঠনের স্থানীয় কমিটি – পূবাইল থানা আহবায়ক – রাজীব মিয়া, সদস্য সচিব – জয় কুমার ও ৭ সদস্যর উপদেষ্টা সহ ৩১ কার্যকরী সদস্য র পরিচিতি করে ৩১ সদস্য মনোনীত করে পুবাইল থানা কমিটি ঘোষণা করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ মোসলেহ উদ্দীন বাচ্চু। সম্মিলিত মানবাধিকার কর্মীদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া। ঢাকা বিভাগীয় মানবতার পরিবার (প্রকল্প) আন্চলিক সদস হযরত আলী রানা ও গাজীপুর জেলা কমিটির সদস্য আলমগীর ওয়েজী, আমজাদ হোসেন সোহেল। গাজীপুর সিটি কমিটির আহবায়ক মোঃ আব্দুল্লাহ আল মামুন, শামীমা আক্তার, সালেহা আলম সহ আরো অনেকে। পুবাইল সাংবাদিক ক্লাব এর মোঃ শহীন সরকার সংক্ষিপ্ত আলোচনায় এলাকার মানুষের বিপদে বন্ধু হিসেবে উক্ত সংগঠনের বিভিন্ন বিষয়ে আলোচনা করে সকলের পাশে থাকতে আহবান জানান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘ দিন এ সংগঠনের সু নাম শুনে আমি মুগ্ধ, আপনাদের সকল কাজে পাশে আছি আগামীতে ও থাকব, প্রশাসন ও সমাজ কর্মীর সকল প্রকার সহযোগীতা প্রদানের আশ্বাস দেন। উপস্থিত দরিদ্র শতাধিক জনগোষ্ঠীকে খাদ্য ও শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।