
মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. শরিফ উদ্দিন (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শরিফ উদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলার পাটধা গ্রামের মো. রমিজ উদ্দিনের দ্বিতীয় সন্তান।
বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী জসীম উদ্দীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার মালদ্বীপের স্থানীয় সময় বিকেল ৪টায় পাঁচতলা থেকে নিচে পড়ে যান। তাকে উদ্ধার করে প্রথমে আইজিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে হস্তান্তর করা হয়। শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বর্তমানে নিহতের মরদেহ মালদ্বীপের রাজধানী মালে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
তার মৃত্যুতে বাংলাদেশ দূতাবাসসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটি গভীর শোক প্রকাশ করেছে।
মুক্তির লড়াই ডেস্ক : 



























