বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের মোংলার দিগরাজ বাজার এলাকায় চলন্ত ট্রেনের নিচে পড়ে মরিয়ম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার ( ১২ জানুয়ারি) দুপুরে মোংলা উপজেলার দিগরাজ রেলক্রসিং নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মরিয়ম দিগরাজ এলাকার রোকন শেখের মেয়ে।
প্রত্যাক্ষদর্শী হেলাল শেখ জানান, মরিয়ম স্কুল থেকে রেল লাইনের পাশ দিয়ে তার মায়ের সঙ্গে আসতেছিলো। এমন সময় খুলনা থেকে ছেড়ে আসা মোংলা ট্রেন চলে আসে। এসময় রেলক্রসিং করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় মরিয়াম।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।