ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাঁদপুরে দুই ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা Logo দেশব্যাপী পরিবেশ অধিদপ্তরের ১০টি অভিযানে সাড়ে ৩৮ লক্ষ টাকা জরিমানা Logo তথ্য অধিকার আইনে আবেদনের এক বছরেও মিলেনি প্রকল্পের তথ্য Logo কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন Logo বুড়িচ ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন Logo সরাইলে বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল Logo কিশোরগঞ্জে অপারেশন থিয়েটারে২ রোগীর মৃত্যুর অভিযোগ Logo পবায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Logo ভালুকায় শিশুর গলায় দা ঠেকিয়ে ডাকাতি, টাকা-সোনা লুট Logo বাংলাদেশি সাবেক সেনা কর্মকর্তাকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কিশোরগঞ্জে অপারেশন থিয়েটারে২ রোগীর মৃত্যুর অভিযোগ

মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে হাসপাতালে অপারেশন থিয়েটারে নেওয়ার প্রস্তুতির সময় ডাক্তার ও নার্সের ভুল ইনজেকশন পুশ করায় ২ রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার সকালে জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মৃত রোগীরা হলেন, মল্লিক (৩২) ও জহিরুল ইসলাম (২২)। রোগীর স্বজনদের দাবি, ডাক্তার ও নার্সদের চরম অবহেলা এবং ভুলের জন্যই এই মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক হেলিস রঞ্জন সরকার বলেন, ‘তদন্ত সাপেক্ষে দোষীদের সর্বোচ্চ শাস্তির জন্য সুপারিশ করা হবে। এ ঘটনার পর অভিযুক্ত ওই সিনিয়র স্টাফ নার্সকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।’

জানা গেছে, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার ধুলদিয়া নতুন বাজার এলাকার মনিরুজ্জামান মল্লিক (৩২) হারনিয়ার অপারেশন করতে সাত দিন আগে এই হাসপাতালে ভর্তি হন। এছাড়া নিকলী উপজেলার দামপাড়া এলাকার জহিরুল ইসলাম (২২) গত চারদিন আগে অ্যাপেন্ডিসাইডের অপারেশন করতে হাসপাতালে ভর্তি হন। দুজনেই সার্জারি ওয়ার্ডে ভর্তি ছিলেন। আজ তাদের অপারেশন হওয়ার কথা ছিল। আজ সকালে সার্জারি ওয়ার্ডের মোট চারজনকে অপারেশন করার জন্য চেতনানাশক ইনজেকশান দেওয়া হয়। চেতনানাশক ইনজেকশন ওটিতে দেওয়ার কথা থাকলেও কর্মরত নার্স ওয়ার্ডের বেডেই ইনজেকশন দেন।

স্বজনরা জানায়, ইনজেকশন দেওয়ার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে দুজনই মারা যান। বাকি দুজন স্বাভাবিক রয়েছেন। তাদেরকে আলাদা রুমে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।এ ঘটনায় হাসপাতালের সামনে স্বজনরা বিক্ষোভ করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. হেলিশ রঞ্জন সরকার ভুল চিকিৎসায় দুজনের মৃত্যুর বিষয়টি স্বীকার করে জানান, রোগীর মৃত্যুর ঘটনায় সার্জারি বিভাগের প্রধান ডা. অজয় সরকারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে নার্সকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে দুই ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

SBN

SBN

কিশোরগঞ্জে অপারেশন থিয়েটারে২ রোগীর মৃত্যুর অভিযোগ

আপডেট সময় ০৮:৩৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে হাসপাতালে অপারেশন থিয়েটারে নেওয়ার প্রস্তুতির সময় ডাক্তার ও নার্সের ভুল ইনজেকশন পুশ করায় ২ রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার সকালে জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মৃত রোগীরা হলেন, মল্লিক (৩২) ও জহিরুল ইসলাম (২২)। রোগীর স্বজনদের দাবি, ডাক্তার ও নার্সদের চরম অবহেলা এবং ভুলের জন্যই এই মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক হেলিস রঞ্জন সরকার বলেন, ‘তদন্ত সাপেক্ষে দোষীদের সর্বোচ্চ শাস্তির জন্য সুপারিশ করা হবে। এ ঘটনার পর অভিযুক্ত ওই সিনিয়র স্টাফ নার্সকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।’

জানা গেছে, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার ধুলদিয়া নতুন বাজার এলাকার মনিরুজ্জামান মল্লিক (৩২) হারনিয়ার অপারেশন করতে সাত দিন আগে এই হাসপাতালে ভর্তি হন। এছাড়া নিকলী উপজেলার দামপাড়া এলাকার জহিরুল ইসলাম (২২) গত চারদিন আগে অ্যাপেন্ডিসাইডের অপারেশন করতে হাসপাতালে ভর্তি হন। দুজনেই সার্জারি ওয়ার্ডে ভর্তি ছিলেন। আজ তাদের অপারেশন হওয়ার কথা ছিল। আজ সকালে সার্জারি ওয়ার্ডের মোট চারজনকে অপারেশন করার জন্য চেতনানাশক ইনজেকশান দেওয়া হয়। চেতনানাশক ইনজেকশন ওটিতে দেওয়ার কথা থাকলেও কর্মরত নার্স ওয়ার্ডের বেডেই ইনজেকশন দেন।

স্বজনরা জানায়, ইনজেকশন দেওয়ার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে দুজনই মারা যান। বাকি দুজন স্বাভাবিক রয়েছেন। তাদেরকে আলাদা রুমে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।এ ঘটনায় হাসপাতালের সামনে স্বজনরা বিক্ষোভ করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. হেলিশ রঞ্জন সরকার ভুল চিকিৎসায় দুজনের মৃত্যুর বিষয়টি স্বীকার করে জানান, রোগীর মৃত্যুর ঘটনায় সার্জারি বিভাগের প্রধান ডা. অজয় সরকারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে নার্সকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।