বরুড়া প্রতিনিধি :
২০১৮ সালের ২৯ শে ডিসেম্বর জাতীয় নির্বাচনে ফ্যাসিস্ট হাসিনার রাতের ভোটকে প্রতিহত করতে গেলে পুলিশের গুলিতে নিহত হয় কুমিল্লা জেলার বরুড়া উপজেলাধীন ১২ নং আড্ডা ইউনিয়ন ছাত্র নেতা মো: শাখাওয়াত হোসেন। বীভৎস সেই রাতে পুলিশের গুলিতে আহত হয়েছিলেন বি এন পি’র আরো ৫০ জন নেতা কর্মী। নিহতের স্মৃতি ধরে রাখতে ১২ নং আড্ডা ইউনিয়ন বি এন পি “শহীদ শাখাওয়াত স্মৃতি সংঘ” নামে একটি সংগঠন গঠন করেন।
সংগঠনটি উদ্ভোদন করার লক্ষ্যে ১৮ ই জানুয়ারি রোজ শনিবার আড্ডা ডিগ্রি কলেজ মাঠে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১২ নং আড্ডা ইউনিয়ন, ৫ নং ওয়ার্ড কর্তৃক মত বিনিময় সভা ও “শহীদ সাখাওয়াত স্মৃতি সংঘে’র”শুভ উদ্ভোদন অনুষ্ঠানের আয়োজন করেন। ২৯শে ডিসেম্বর সেই কালো রাতের বর্ননা দিতে গিয়ে অশ্রুসিক্ত হন বক্তারা। এ সময় বক্তারা সাখাওয়াত হোসেনের মৃত্যুর সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মো: আনোয়ার হোসেন, সভাপতি ৫নং ওয়ার্ড। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জহিরুল হক স্বপন সাধারণ সম্পাদক, বরুড়া উপজেলা বি এন পি। বিশেষ অতিথি মো: নুরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক বরুড়া উপজেলা বি এন পি।মো: মোস্তফা কামাল সিনিয়র যুগ্ন আহব্বায়ক বরুড়া উপজেলা যুব দল। আলহাজ্ব মো: জাফর উল্যাহ চৌধুরী সভাপতি ১২নং আড্ডা ইউনিয়ন। মো: জাহাঙ্গীর মিয়াজী সিনিয়র সভাপতি ১২ নং আড্ডা ইউনিয়ন বি এন পি। মো: মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক ১২ নং আড্ডা ইউনিয়ন বি এন পি। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী শরীফ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক ১২ নং আড্ডা ইউনিয়ন বি এন পি। মো: নাসির হোসন, ১২ নং আড্ডা ইউনিয়ন সেচ্ছাসেবক দল। মো: মহিবুল্লাহ মেম্বার সভাপতি ১২ নং আড্ডা ইউনিয়ন যুব দল। মো: জালাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক কুমিল্লা দক্ষিন জেলা বি এন পি।মো: মহিবুল্যাহ মীর, যুব দল নেতা ১২ নং আড্ডা ইউনিয়ন। মো: নেয়ামত উল্যাহ সাধারণ সম্পাদক ১২ নং আড্ডা ইউনিয়ন যুব দল। মো: শামীম হোসেন সাংগঠনিক সম্পাদক ১২ নং আড্ডা ইউনিয়ন যুব দল। মো: আউয়াল পাটোয়ারী, সহ সাধারণ সম্পাদক, ১২ নং আড্ডা ইউনিয়ন যুব দল। মো: দিদার হোসেন, সভাপতি ১২ নং আড্ডা ইউনিয়ন ছাত্র দল। মো: আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ১২ নং আড্ডা ইউনিয়ন ছাত্র দল। মো: মানিক হোসেন, সাংগঠনিক সম্পাদক ১২নং আড্ডা ইউনিয়ন ছাত্র দল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আড্ডা ইউনিয়ন যুবদল নেতা মো:শাহনেওয়াজ মিঠু ও ইব্রাহিম মিয়াজি।