ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে Logo সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ জাহাঙ্গীর আলম, পিতৃহারা হলো তিন বছরের ইরফান Logo রক্তের কালিতে লেখা ১৪ ডিসেম্বর—শোক ও গৌরবের শহীদ বুদ্ধিজীবী দিবস Logo হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম Logo ওসমান হাদির সুস্থতা কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল Logo রাণীনগরে ৬০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর এক যুবককে উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার Logo শরীফ ওসমান হাদীর ওপর হামলার পর সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা Logo দীগলটারীতে ভাঙা সেতুর কারণে দুই পাড়ের পাঁচ শতাধিক মানুষের চরম দুর্ভোগ Logo নীলফামারীতে ট্রেনের ধাক্কায় দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু 

বসন্ত উৎসব গালার তৃতীয় মহড়া সম্পন্ন

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ১২:৫১:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

গত শুক্রবার সিএমজি’র ‘২০২৫ বসন্ত উৎসব গালা’ সুষ্ঠুভাবে তৃতীয় মহড়া সম্পন্ন করেছে। ছুংছিং, হুপেইয়ের উহান, সিচাংয়ের লাসা এবং চিয়াংসুয়ের উসি- চারটি শাখা ভেন্যু তাদের আত্মপ্রকাশ করেছে এবং বেইজিংয়ের মূল ভেন্যুর সাথে মহড়া সম্পন্ন করেছে। গান, নৃত্য, জাদু, মার্শাল আর্ট এবং সৃজনশীল অনুষ্ঠানগুলি উদ্ভাবনী উপস্থাপন করেছে এবং পুরো অনুষ্ঠানের মধ্যে বিন্যাস ও সংযোগ আরও স্বাভাবিক ও মসৃণ হয়েছে।

ছিংহাই-সিচাং মালভূমি থেকে শুরু করে ইয়াংজি নদীর দক্ষিণের জলাশয় পর্যন্ত, চারটি উপ-স্থানের কর্মসূচিগুলি নতুন যুগের উন্নয়নের আবহে পরিপূর্ণ, স্থানীয় রীতিনীতি ও অনুশীলনকে মূর্ত করে তুলেছে এবং সম্পূর্ণরূপে পাহাড় ও নদীর সুন্দর দৃশ্য প্রদর্শন করেছে।

চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়ায় ‘ইয়ার অফ দ্য স্নেক ফান ড্যান্স চ্যালেঞ্জ’ নিউ মিডিয়া ইন্টারেক্টিভ ইভেন্ট চালু করেছে। যাতে বিশ্বের ৪২টি দেশ ও অঞ্চলের উৎসাহী নেটিজেনরা অংশগ্রহণ করেছে। বিশ্বের নেটিজেনদের চেক-ইন ভিডিওগুলি বসন্ত উৎসবের অনুষ্ঠানে দেখানো হবে এবং ‘চায়না ফান টুগেদার’ গানটি একযোগে পরিবেশিত হবে, যা সারা বিশ্বের বন্ধুদের ‘একসাথে আনন্দ করতে আসুন’ এর জন্য আন্তরিক আমন্ত্রণ।

চায়না মিডিয়া গ্রুপ ‘বসন্ত উৎসব গালা ওভারচার, সারা বিশ্ব বসন্ত উৎসব গালা দেখে’ ইভেন্টটিও চালু করেছে। যা বিদেশি দর্শকদের বিভিন্ন শৈল্পিক পরিবেশনা, অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের মাধ্যমে উষ্ণ বসন্ত উৎসবের পরিবেশ এবং চীনা সংস্কৃতির কালজয়ী আকর্ষণ অনুভব করার সুযোগ করে দেয়। এই ধারাবাহিক কার্যক্রমের প্রথম স্টপ স্থানীয় সময় ১৬ জানুয়ারি নিউ ইয়র্কে সফলভাবে অনুষ্ঠিত হয়। এই ধারাবাহিক অনুষ্ঠানটি কেনিয়া, স্পেন, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ফ্রান্স, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য দেশেও মঞ্চাস্থ হবে। যার ফলে বসন্ত উৎসব গালা বিশ্বের জন্য চীনের আরও কাছাকাছি যাওয়ার এবং চীনের সংস্কৃতি বোঝার একটি প্ল্যাটফর্ম প্রদান করেছে।

সূত্র:স্বর্ণা-তৌহিদ-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে

SBN

SBN

বসন্ত উৎসব গালার তৃতীয় মহড়া সম্পন্ন

আপডেট সময় ১২:৫১:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

গত শুক্রবার সিএমজি’র ‘২০২৫ বসন্ত উৎসব গালা’ সুষ্ঠুভাবে তৃতীয় মহড়া সম্পন্ন করেছে। ছুংছিং, হুপেইয়ের উহান, সিচাংয়ের লাসা এবং চিয়াংসুয়ের উসি- চারটি শাখা ভেন্যু তাদের আত্মপ্রকাশ করেছে এবং বেইজিংয়ের মূল ভেন্যুর সাথে মহড়া সম্পন্ন করেছে। গান, নৃত্য, জাদু, মার্শাল আর্ট এবং সৃজনশীল অনুষ্ঠানগুলি উদ্ভাবনী উপস্থাপন করেছে এবং পুরো অনুষ্ঠানের মধ্যে বিন্যাস ও সংযোগ আরও স্বাভাবিক ও মসৃণ হয়েছে।

ছিংহাই-সিচাং মালভূমি থেকে শুরু করে ইয়াংজি নদীর দক্ষিণের জলাশয় পর্যন্ত, চারটি উপ-স্থানের কর্মসূচিগুলি নতুন যুগের উন্নয়নের আবহে পরিপূর্ণ, স্থানীয় রীতিনীতি ও অনুশীলনকে মূর্ত করে তুলেছে এবং সম্পূর্ণরূপে পাহাড় ও নদীর সুন্দর দৃশ্য প্রদর্শন করেছে।

চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়ায় ‘ইয়ার অফ দ্য স্নেক ফান ড্যান্স চ্যালেঞ্জ’ নিউ মিডিয়া ইন্টারেক্টিভ ইভেন্ট চালু করেছে। যাতে বিশ্বের ৪২টি দেশ ও অঞ্চলের উৎসাহী নেটিজেনরা অংশগ্রহণ করেছে। বিশ্বের নেটিজেনদের চেক-ইন ভিডিওগুলি বসন্ত উৎসবের অনুষ্ঠানে দেখানো হবে এবং ‘চায়না ফান টুগেদার’ গানটি একযোগে পরিবেশিত হবে, যা সারা বিশ্বের বন্ধুদের ‘একসাথে আনন্দ করতে আসুন’ এর জন্য আন্তরিক আমন্ত্রণ।

চায়না মিডিয়া গ্রুপ ‘বসন্ত উৎসব গালা ওভারচার, সারা বিশ্ব বসন্ত উৎসব গালা দেখে’ ইভেন্টটিও চালু করেছে। যা বিদেশি দর্শকদের বিভিন্ন শৈল্পিক পরিবেশনা, অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের মাধ্যমে উষ্ণ বসন্ত উৎসবের পরিবেশ এবং চীনা সংস্কৃতির কালজয়ী আকর্ষণ অনুভব করার সুযোগ করে দেয়। এই ধারাবাহিক কার্যক্রমের প্রথম স্টপ স্থানীয় সময় ১৬ জানুয়ারি নিউ ইয়র্কে সফলভাবে অনুষ্ঠিত হয়। এই ধারাবাহিক অনুষ্ঠানটি কেনিয়া, স্পেন, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ফ্রান্স, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য দেশেও মঞ্চাস্থ হবে। যার ফলে বসন্ত উৎসব গালা বিশ্বের জন্য চীনের আরও কাছাকাছি যাওয়ার এবং চীনের সংস্কৃতি বোঝার একটি প্ল্যাটফর্ম প্রদান করেছে।

সূত্র:স্বর্ণা-তৌহিদ-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।