বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই ” এই প্রতিপাদ্যকে” সামনে রেখে বরুড়ায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ইং উপলক্ষে প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার ও পাটজাত পণ্য বিপনন বিষয়ক কর্মশালা এবং গরু মোটাতাজা করন প্রশিক্ষন উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২০শে জানুয়ারী সোমবার বরুড়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুবউন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা যুবউন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শামসুজ্জামান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বরুড়া উপজেলা যুবউন্নয়ন অফিসার মোঃ বোরহান উদ্দিন ভুঁইয়া।
সহকারী যুবউন্নয়ন অফিসার মোঃ ইলিয়াছ মিয়ার সঞ্চালনায় কাজী মুফতি মুহাম্মদ মমিন উল্ল্যাহ ভুঁইয়া’র কোরআন তেলাওয়াতের মধ্যে শুরু হওয়া কর্মশালায় সভায় বক্তব্য রাখেন সেবা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আবু ইউছুফ রাবের, ছাত্র প্রতিনিধি মাহমুদুল হাসান সাফিন, আলাহউদ্দিন শিলমুড়ী দ. ইউনিয়নের বাঁসপুর এলাকার নারী উদ্যোক্তা শাহানা হক, বিশিষ্ট সমাজকর্মী সাংবাদিক শরীফ উদ্দিন সহ প্রমুখ।কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুবউন্নয়ন অফিসার কাজী মজিবুর রহমান উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও কর্মশালায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রী ও যুব’রা সহ প্রমুখ।
এদিন কর্মশালা শেষে যুবউন্নয়ন অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধীন দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যাবস্থাপনা (ইমপ্যাক্ট) ৩য় পর্যায় (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় সমন্বিত খামার ব্যবস্থাপনা ও সম্প্রসারন এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ০৫দিন ব্যাপী প্রশিক্ষণ কের্সের সমাপনী অনুষ্ঠান ও যাতায়াত ভাতা বিতরণ করা হয়েছে।