ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চীন – বাংলাদেশের মধ্যে প্রকল্প উন্নয়ন নিয়ে গভীর মতো বিনিময়

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ০৯:২৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

চীনের জাতীয় আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার প্রধান লুও চাও হুই এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গত (মঙ্গলবার) বেইজিংয়ে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকারে লুও চাও হুই বলেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ ভালো প্রতিবেশী দেশ। দু’দেশ সার্বিকভাবে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক স্থাপন করেছে, দু’দেশের মধ্যে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় নির্মাণ কাজ ফলপ্রসূ হয়েছে, যা দু’দেশের জনগণের কল্যাণ বয়ে আনছে। চলতি বছর হল চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। এ উপলক্ষ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন নতুন সুযোগের মুখোমুখি হচ্ছে।

চীনের জাতীয় আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা বাংলাদেশের সঙ্গে উন্নয়ন ও সহযোগিতা জোরদার করতে, উচ্চমানে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় নির্মাণ করতে, তিনটি বিশ্ব উদ্যোগ বাস্তবায়ন করতে, গুরুত্বপূর্ণ প্রতীকিমূলক প্রকল্প এবং ‘ছোট তবে সুন্দর’ শীর্ষক গণ-জীবিকার প্রকল্প ত্বরান্বিত করতে, দ্বিপক্ষীয় উন্নয়ন ও সহযোগিতাকে নতুন পর্যায়ে উন্নীত করতে ইচ্ছুক।

জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, জীবিকার উন্নয়নে চীনের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করে, অবকাঠামো, চিকিৎসা, দারিদ্র্য বিমোচন, মানব সম্পদসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণ করতে ইচ্ছুক।

দু’পক্ষ সহযোগিতা প্রকল্পের উন্নয়ন নিয়ে গভীরভাবে মত বিনিময় করেছেন।

সূত্র:শুয়েই-হাশিম-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

চীন – বাংলাদেশের মধ্যে প্রকল্প উন্নয়ন নিয়ে গভীর মতো বিনিময়

আপডেট সময় ০৯:২৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

চীনের জাতীয় আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার প্রধান লুও চাও হুই এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গত (মঙ্গলবার) বেইজিংয়ে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকারে লুও চাও হুই বলেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ ভালো প্রতিবেশী দেশ। দু’দেশ সার্বিকভাবে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক স্থাপন করেছে, দু’দেশের মধ্যে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় নির্মাণ কাজ ফলপ্রসূ হয়েছে, যা দু’দেশের জনগণের কল্যাণ বয়ে আনছে। চলতি বছর হল চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। এ উপলক্ষ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন নতুন সুযোগের মুখোমুখি হচ্ছে।

চীনের জাতীয় আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা বাংলাদেশের সঙ্গে উন্নয়ন ও সহযোগিতা জোরদার করতে, উচ্চমানে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় নির্মাণ করতে, তিনটি বিশ্ব উদ্যোগ বাস্তবায়ন করতে, গুরুত্বপূর্ণ প্রতীকিমূলক প্রকল্প এবং ‘ছোট তবে সুন্দর’ শীর্ষক গণ-জীবিকার প্রকল্প ত্বরান্বিত করতে, দ্বিপক্ষীয় উন্নয়ন ও সহযোগিতাকে নতুন পর্যায়ে উন্নীত করতে ইচ্ছুক।

জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, জীবিকার উন্নয়নে চীনের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করে, অবকাঠামো, চিকিৎসা, দারিদ্র্য বিমোচন, মানব সম্পদসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণ করতে ইচ্ছুক।

দু’পক্ষ সহযোগিতা প্রকল্পের উন্নয়ন নিয়ে গভীরভাবে মত বিনিময় করেছেন।

সূত্র:শুয়েই-হাশিম-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।