
সৌরভ মাহমুদ হারুন:
সোমবার সকাল থেকেই নানা আয়োজনের মধ্যদিয়ে বিদ্যাদেবী সরস্বতীর পূজা উদযাপন শুরু হয়। কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্য বাহী বিদ্যাপীঠ এরশাদ ডিগ্রী কলেজ ও বুড়িচং কালি নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে কয়েকটি বিদ্যালয়ের মণ্ডপে এই পূজার আয়োজন করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসবে জ্ঞানের দেবী সরস্বতীর চরণে ফুল দেন শিক্ষার্থীরা। এদিন সকালে পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।
এরশাদ ডিগ্রী কলেজ ঃ-অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন খান, সহকারী অধ্যাপক যথাক্রমে কামরুল হাসান নাসিম, সুমন মিত্র, রিপন সরকার, রেজাউল হক শাকিল, প্রভাষক রিপন কুমার রায়, হাফিজুল ইসলাম, অফিস প্রধান অমর কৃষ্ণ শীল, আবু কাউসার, নজরুল ইসলাম তিতাস চন্দ্র শীল প্রমূখ।
বুড়িচং কালিনারায়ণ বালিকা উচ্চ বিদ্যায়ঃ- বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কৃষ্ণ পাল, সহকারী প্রধান শিক্ষক খননের উম্মে সালমা, সহকারী শিক্ষক যথাক্রমে গোবিন্দ চন্দ্র সূত্র ধর, নমিতা রানী সরকার, পাপিয়া পাল, জসিম উদ্দিন, কবির হোসেন খান বিপ্লব, মিজানুর রহমান, জাকিয়া ফেরদৌসী, ফেরদৌসী ইয়াসমিন, সারমিন আক্তার, নাসরিন আক্তার, সোনিয়া আক্তার, অফিস সহকারী আব্দুল মান্নান, শ্যামল চন্দ্র শীল, বিজয় বর্ধন, এরশাদ হোসেন , লামরুন্নাহার ও লাভলী আক্তার প্রমূখ।
মুক্তির লড়াই ডেস্ক : 


























