মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর (কালীগঞ্জ) উপজেলা প্রতিনিধি : তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ’ গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শুরু হয়ে কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়।
মাঠে সকাল ১১ টায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইউএনও তনিমা আফ্রাদ, কালীগঞ্জ থানার ওসি মো.আলাউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.ইসমাঈল ভূইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো.নাদিমুল ইসলাম প্রমুখ।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাহমুদ হাসান, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক মো.ইব্রাহীম প্রধান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মোল্লা, উপজেলা সমবায় অফিসার মো.আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ প্রমুখ।
পরে মাঠে নারী উদ্যোক্তাদের কারুশিল্প, পিঠা উৎসব ও বই মেলা উদ্বোধন করেন এবং স্টল ঘুরে দেখেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
মেলায় ব্যতিক্রম ছিল বিডি ক্লিন কালীগঞ্জের স্টল। তিনটি খালি বোতাল দিয়ে পেয়েছেন একটি ফলের চারা গাছ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের মিডিয়া গ্যালারি ছিল মেলায়, উপজেলা জাতীয় মহিলা সংস্থার ৫টি স্টল, মহিলা বিষয়ক অধিদপ্তরের ১টি, তিনটি বই মেলার স্টল, কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের স্টল, ফ্রি মেডিকেল ক্যাম্প ছিল মেলায়।
বিকাল ৩ টায় বাহাদুরসাদী বনাম জাঙ্গালিয়া ইউনিয়নের মধ্যে ফুটবল ফাইনাল খেলায় ২-০ গোলে জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন হয়। খেলায় সেরা খেলোয়াড় হন জাঙ্গালিয়ার আব্দুল্লাহ আল-মামুন, সেরা গোলদাতা ইকবাল হোসেন লিমন, সেরা গোলকিপার মো.শামীম। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন বাহাদুরসাদী ইউনিয়নের শাকিব হোসেন।
পাইলট স্কুলে দুপুরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজ। তারুণ্যের উৎসব চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তুমলিয়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আব ইয়ান ইসলাম নাফি, দ্বিতীয় হন তুমলিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কাজী জুনাইয়া আহমেদ এবং তৃতীয় হয়েছেন শিশুমেলা আইডিয়াল স্কুলের শিক্ষার্থী আসওয়ান আবিদ। পরিশেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য র্যালি, যুব সমাবেশ ও মেলা অনুষ্ঠিত
- মুক্তির লড়াই ডেস্ক :
- আপডেট সময় ০৬:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- ৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ