সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলার দক্ষিণ বাদুরগাছা গ্রামের যুবক আরাফাত (২২) হত্যাকান্ডের বিচার এবং আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে স্হানীয় বাসিদারা সোমবার বিকালে কচুপাত্রা বাজারে ঘটাব্যাপী এক মানবন্ধন কমূসূচী পালন করে। মানবন্ধনে প্রায় পাচঁ শতাধিক মানুষ অংশগ্রহন করে।
শনিবার রাত সাড়ে ৮টার সময় পচাকোড়ালিয়া ইউনিয়নের কলারং গ্রামের শহিদ সিকদার,তার সাথে থাকা আরাফাত সিকদার, সোহল সিকদার ও ভাতিজা বায়জিদ সিকদারের নেতৃত্বে ১৫-২৫ জন সন্ত্রাসীরা আরাফাত খানকে কচুপাত্রা পুরান বাজারে টেটা দিয়ে কুপিয়ে হত্যা করে।
শারিকখালী ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক খানের সভাপতিত্বে মানবন্ধবন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন তালতলী উপজেলা জামায়াতে ইসলামীর আমির শাজালাল প্যাদা, ইসলামী আন্দোলন তালতলী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শাহাদত মাতুবর, তালতলী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ ফোরকান মাহমুদ জিয়া, বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ নিজাম উদ্দিন ও জামায়াতে ইসলামী রুপনগর থানা আমির মোঃ আবু হানিফ প্রমুখ। বক্তারা আরাফাত খানের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনো ফাঁসির দাবী করেন।