ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৬ই ডিসেম্বর: মুক্তির লড়াই, গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশের প্রত্যাশা Logo চীনের অর্থনীতি: চাপ সামলেও শক্তিশালী অগ্রগতি Logo বিজ্ঞান ও প্রযুক্তিতে শক্তিশালী রাষ্ট্র গড়ার লক্ষ্যে চীন Logo ইউনিট ৭৩১: সংগঠিত রাষ্ট্রীয় অপরাধের অকাট্য প্রমাণ Logo আবুধাবিতে ওয়াং ই–শেখ আবদুল্লাহ বৈঠক Logo ১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন Logo বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার Logo বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে Logo সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ জাহাঙ্গীর আলম, পিতৃহারা হলো তিন বছরের ইরফান Logo রক্তের কালিতে লেখা ১৪ ডিসেম্বর—শোক ও গৌরবের শহীদ বুদ্ধিজীবী দিবস

‘এক বিশ্ব, এক পরিবার’ শীর্ষক সুন্দর দৃষ্টিভঙ্গি, ‘বেল্ট অ্যান্ড রোড’

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ১০:১৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

বসন্ত উৎসবের সময় বিদেশে বিভিন্ন প্রকল্পে কর্মরত চীনের অনেক কর্মী ও কর্মকর্তাগণ বরাবরের মতো এবারও ছুটি নেননি। তাঁরা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নকাজে ব্যস্ত ছিলেন ও আছেন।

দানিউব করিডোর পূর্ব সার্বিয়ার একটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেসওয়ে প্রকল্প। চীনের শানতুং হাই-স্পিড গ্রুপ এ প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িত। প্রকল্পটির অধিকাংশ সার্বিয়ান কর্মী কিছু কিছু হান ভাষা শিখেছেন। চীনা বসন্ত উৎসব এখন সারা বিশ্বের উৎসবে পরিণত হয়েছে। চীনা ও সার্বিয়ান কর্মীরা একসঙ্গে বসন্ত উৎসব উদযাপন করেছেন এবার।

‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের সবুজ শক্তি সহযোগিতার মডেল প্রকল্প হিসেবে, চীনের নোরিনকো (norinco) ইন্টারন্যাশেনাল গ্রুপ কর্তৃক নির্মিত, সেনি বায়ু বিদ্যুত প্রকল্পটি ২০২১ সালের ডিসেম্বরে চালু হওয়ার পর থেকে মোট ১২৬ কোটি কিলোওয়াট-ঘন্টা বিদ্যুত উৎপাদন করেছে। এটি স্থানীয় বাসিন্দাদের জন্য সস্তায় স্থিতিশীল বিদ্যুত সরবরাহ নিশ্চিত করেছে এবং স্থানীয় সমবায় প্রতিষ্ঠানগুলোকে যথেষ্ট সুবিধা এনে দিয়েছে। ক্রোয়েশিয়ার জাতীয় জ্বালানি সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এ প্রকল্প।

প্রকল্পের নির্মাণ ব্যবস্থাপক স্যু সু সিং বলেন, চীনা কর্মীদের সাথে বসন্ত উৎসব কাটিয়ে আসা ক্রোয়েশিয়ান বন্ধুরা চীনা খাবার ও সংস্কৃতির প্রতি খুবই আগ্রহী হন। সবাই ডাম্পলিং তৈরি করেছেন, বসন্ত উৎসবের দুই লাইনের কবিতা লিখেছেন, সুস্বাদু খাবারের স্বাদ গ্রহণ করেছেন এবং একসাথে অনুষ্ঠান করেছেন।

জাতীয় ৪ নম্বর সড়ক প্রকল্পটি কঙ্গো প্রজাতন্ত্রের বৃহত্তম বন্দরশহর পয়েন্ট-নোয়ারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। স্থানীয় পরিবহনব্যবস্থা উন্নত করা এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য চীনা কর্মী লিয়াও চি খাং এখানে কাজ অব্যাহত রেখেছেন এবং বসন্ত উৎসবে ছুটি নেননি। তিনি বলেন, এটি কেবল একটি দায়িত্বই নয়, বরং প্রকল্পের প্রতি আবেগের বহিঃপ্রকাশও বটে।
নোভি সাদে হাঙ্গেরি-সার্বিয়া রেল প্রকল্পের সার্বিয়ান অংশের প্রেরণ ও পরিচালনাকেন্দ্রের উপ-প্রধান প্রকৌশলী টানা ছয় বছর সেখানে আছেন, চীনে ফেরেননি। বসন্ত উৎসবের সময় তিনি বরাবরের মতোই সভা, অন-সাইট সমন্বয় ও ইন্টারনেটে কাজ করেছেন।

চায়না ওয়েসিস পেট্রোলিয়াম কর্পোরেশনের উৎপাদন ব্যবস্থাপনা পরিচালক ওয়াং হুই বহু বছর ধরে ইরাকে কাজ করছেন। তিনি বলেন, আমার পুরো পরিবার শেষ কবে বসন্ত উত্সবে একত্রিত হয়েছিল, তা আমার মনে নেই।

যুদ্ধের পর ইরাকের প্রথম বিদেশী জ্বালানি সহযোগিতা প্রকল্প আহদাব তেলক্ষেত্রের অপারেটর হিসেবে, চায়না ওয়েসিস পেট্রোলিয়াম কোম্পানি ২০০৯ সাল থেকে এখানে কাজ শুরু করে। এই তেলক্ষেত্রটি ২৪ ঘন্টা তেল উৎপাদন করে, যা ইরাকের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি সরবরাহ করে। এখানকার নিরাপদ পরিচালনা নিশ্চিত করা ওয়াং হুইয়ের প্রধান দায়িত্ব। তিনি বলেন, আমরা এখানকার হাজার হাজার পরিবারকে সেবা দিয়ে আসছি।

কাজাখস্তানের ক্যাস্পিয়ান অ্যাসফল্ট প্ল্যান্ট সংস্কার প্রকল্পের প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের প্রধান চৌ চু শান চীনের কুইচৌ প্রদেশের মানুষ। গত বছরের জুন মাসে তিনি তংচি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং একাডেমি থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এটি হলো তাঁর প্রথম কাজ। এ বছরের বসন্ত উৎসবে তিনি, ১৭০ জনেরও বেশি সহকর্মীর সঙ্গে তীব্র ঠান্ডার মধ্যেও, প্রকল্পের সামনের সারিতে কাজ করেছেন।
গত এক দশক ধরে চীনা নির্মাণকারীরা বিভিন্ন দেশের সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছেন।

যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ধারণা এখন বাস্তবে রূপ নিয়েছে ও নিচ্ছে। বিদেশে চীনা নির্মাতারা ‘এক বিশ্ব, এক পরিবার’ শীর্ষক সুন্দর দৃষ্টিভঙ্গি, ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগসংশ্লিষ্ট দেশগুলোর বিশাল ভূমিতে ছড়িয়ে দিয়েছেন ও দিচ্ছেন। চীন বিভিন্ন দেশের সাথে অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার ধারণা বাস্তবায়নের কাজ এভাবেই নিরন্তর করে যাচ্ছে। আর এ ক্ষেত্রে চীনা কর্মী ও প্রতিষ্ঠানগুলো রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

সূত্র : ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

১৬ই ডিসেম্বর: মুক্তির লড়াই, গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশের প্রত্যাশা

SBN

SBN

‘এক বিশ্ব, এক পরিবার’ শীর্ষক সুন্দর দৃষ্টিভঙ্গি, ‘বেল্ট অ্যান্ড রোড’

আপডেট সময় ১০:১৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

বসন্ত উৎসবের সময় বিদেশে বিভিন্ন প্রকল্পে কর্মরত চীনের অনেক কর্মী ও কর্মকর্তাগণ বরাবরের মতো এবারও ছুটি নেননি। তাঁরা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নকাজে ব্যস্ত ছিলেন ও আছেন।

দানিউব করিডোর পূর্ব সার্বিয়ার একটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেসওয়ে প্রকল্প। চীনের শানতুং হাই-স্পিড গ্রুপ এ প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িত। প্রকল্পটির অধিকাংশ সার্বিয়ান কর্মী কিছু কিছু হান ভাষা শিখেছেন। চীনা বসন্ত উৎসব এখন সারা বিশ্বের উৎসবে পরিণত হয়েছে। চীনা ও সার্বিয়ান কর্মীরা একসঙ্গে বসন্ত উৎসব উদযাপন করেছেন এবার।

‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের সবুজ শক্তি সহযোগিতার মডেল প্রকল্প হিসেবে, চীনের নোরিনকো (norinco) ইন্টারন্যাশেনাল গ্রুপ কর্তৃক নির্মিত, সেনি বায়ু বিদ্যুত প্রকল্পটি ২০২১ সালের ডিসেম্বরে চালু হওয়ার পর থেকে মোট ১২৬ কোটি কিলোওয়াট-ঘন্টা বিদ্যুত উৎপাদন করেছে। এটি স্থানীয় বাসিন্দাদের জন্য সস্তায় স্থিতিশীল বিদ্যুত সরবরাহ নিশ্চিত করেছে এবং স্থানীয় সমবায় প্রতিষ্ঠানগুলোকে যথেষ্ট সুবিধা এনে দিয়েছে। ক্রোয়েশিয়ার জাতীয় জ্বালানি সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এ প্রকল্প।

প্রকল্পের নির্মাণ ব্যবস্থাপক স্যু সু সিং বলেন, চীনা কর্মীদের সাথে বসন্ত উৎসব কাটিয়ে আসা ক্রোয়েশিয়ান বন্ধুরা চীনা খাবার ও সংস্কৃতির প্রতি খুবই আগ্রহী হন। সবাই ডাম্পলিং তৈরি করেছেন, বসন্ত উৎসবের দুই লাইনের কবিতা লিখেছেন, সুস্বাদু খাবারের স্বাদ গ্রহণ করেছেন এবং একসাথে অনুষ্ঠান করেছেন।

জাতীয় ৪ নম্বর সড়ক প্রকল্পটি কঙ্গো প্রজাতন্ত্রের বৃহত্তম বন্দরশহর পয়েন্ট-নোয়ারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। স্থানীয় পরিবহনব্যবস্থা উন্নত করা এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য চীনা কর্মী লিয়াও চি খাং এখানে কাজ অব্যাহত রেখেছেন এবং বসন্ত উৎসবে ছুটি নেননি। তিনি বলেন, এটি কেবল একটি দায়িত্বই নয়, বরং প্রকল্পের প্রতি আবেগের বহিঃপ্রকাশও বটে।
নোভি সাদে হাঙ্গেরি-সার্বিয়া রেল প্রকল্পের সার্বিয়ান অংশের প্রেরণ ও পরিচালনাকেন্দ্রের উপ-প্রধান প্রকৌশলী টানা ছয় বছর সেখানে আছেন, চীনে ফেরেননি। বসন্ত উৎসবের সময় তিনি বরাবরের মতোই সভা, অন-সাইট সমন্বয় ও ইন্টারনেটে কাজ করেছেন।

চায়না ওয়েসিস পেট্রোলিয়াম কর্পোরেশনের উৎপাদন ব্যবস্থাপনা পরিচালক ওয়াং হুই বহু বছর ধরে ইরাকে কাজ করছেন। তিনি বলেন, আমার পুরো পরিবার শেষ কবে বসন্ত উত্সবে একত্রিত হয়েছিল, তা আমার মনে নেই।

যুদ্ধের পর ইরাকের প্রথম বিদেশী জ্বালানি সহযোগিতা প্রকল্প আহদাব তেলক্ষেত্রের অপারেটর হিসেবে, চায়না ওয়েসিস পেট্রোলিয়াম কোম্পানি ২০০৯ সাল থেকে এখানে কাজ শুরু করে। এই তেলক্ষেত্রটি ২৪ ঘন্টা তেল উৎপাদন করে, যা ইরাকের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি সরবরাহ করে। এখানকার নিরাপদ পরিচালনা নিশ্চিত করা ওয়াং হুইয়ের প্রধান দায়িত্ব। তিনি বলেন, আমরা এখানকার হাজার হাজার পরিবারকে সেবা দিয়ে আসছি।

কাজাখস্তানের ক্যাস্পিয়ান অ্যাসফল্ট প্ল্যান্ট সংস্কার প্রকল্পের প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের প্রধান চৌ চু শান চীনের কুইচৌ প্রদেশের মানুষ। গত বছরের জুন মাসে তিনি তংচি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং একাডেমি থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এটি হলো তাঁর প্রথম কাজ। এ বছরের বসন্ত উৎসবে তিনি, ১৭০ জনেরও বেশি সহকর্মীর সঙ্গে তীব্র ঠান্ডার মধ্যেও, প্রকল্পের সামনের সারিতে কাজ করেছেন।
গত এক দশক ধরে চীনা নির্মাণকারীরা বিভিন্ন দেশের সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছেন।

যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ধারণা এখন বাস্তবে রূপ নিয়েছে ও নিচ্ছে। বিদেশে চীনা নির্মাতারা ‘এক বিশ্ব, এক পরিবার’ শীর্ষক সুন্দর দৃষ্টিভঙ্গি, ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগসংশ্লিষ্ট দেশগুলোর বিশাল ভূমিতে ছড়িয়ে দিয়েছেন ও দিচ্ছেন। চীন বিভিন্ন দেশের সাথে অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার ধারণা বাস্তবায়নের কাজ এভাবেই নিরন্তর করে যাচ্ছে। আর এ ক্ষেত্রে চীনা কর্মী ও প্রতিষ্ঠানগুলো রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

সূত্র : ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।