মো.কাওসার:
সদর উপজেলার রাঙ্গামাটির প্রবেশমুখ মানিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে একজনের মৃত্যু হয়েছে । মৃত যুবকের নাম মোঃ কাজল বাসু।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ বছর বয়সী এই যুবক মানিকছড়ির মৃত আব্দুস সালামের সন্তান। এরআগে বেলা পৌনে এক’টার সময় মানিকছড়িস্থ মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে সাতাঁর কাটার সময় পুকুরের মাঝখানে গেলে পানির নীচে তলিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্ঠা চালিয়ে উদ্ধার করতে ব্যর্থ হয়।
পরবর্তীতে স্থানীয়রা রাঙামাটি ফায়ার সার্ভিসকে খবর দিলে বেলা দুইটার সময় ফায়ার সার্ভিসের লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে ডুবুরি দল ঘটনাস্থলে যায়। এসময় ডুবুরি এমরান ও সজিব চাকমা ১৫-২০ মিনিট চেষ্ঠা চালিয়ে তলিয়ে যাওয়া বাসুর নিথন দেহ উপরে তুলে আনে।
এসময় কয়েকশো স্থানীয় নারী পুরুষ ঘটনাস্থলে উপস্থিত হয় বাসুকে এক নজর শেষ দেখা দেখতে।