
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১০ দিনব্যাপি গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুুরুষ ও মহিলা) ৩য় ধাপ-২০২৫ অনুষ্টিত। যেখানে স্থানীয় আনসার ও ভিডিপি সদস্যদের আত্মরক্ষা, সংগঠন পরিচালনা ও বিভিন্ন কলা-কৌশল শেখানো হয়।
কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের এ প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে। আনসার ও ভিডিপি কটিয়াদী উপজেলা ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনের বাড়িতে প্রশিক্ষণ অনুষ্টিত । এই সময় উপস্থিত ছিলেন
প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কিশোরগঞ্জগঞ্জের জেলা কমান্ড্যান্ট আশরাফুল হক।
এসময় কটিয়াদী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ ফরিদা আক্তার, উপজেলা প্রশিক্ষক মোঃ আলমগীর চৌধুরি,
ভাট্টা হাওর তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া, চান্দপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়্যারম্যান শহিদুল হক উজ্জ্বল, আনসার ও বিডিপি উন্নয়ন ব্যাংক ভৈরব শাখার ব্যবস্থাপক শোয়েব মোঃ আব্দুর রাজ্জাক আকন্দ, উপজেলা আনসার ও ভিডিপি ক্লাবের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, চান্দপুর ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার হিরু মিয়া ও চান্দপুর ইউনিয়ন দল নেতা আমিনুল হক।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, প্রশিক্ষণে ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে সনদ ও ভাতা প্রদান করা হবে, যা তাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সহায়তা করবেন।
মুক্তির লড়াই ডেস্ক : 


























