
সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা)
সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চল রক্ষা ও পরিবেশ দূষণ বন্ধে বরগুনায় সুন্দরবন সাংবাদিক ফোরামের কমিটি গঠন।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে বরগুনা প্রেস ক্লাবের হল রুমে রুপন্তর সুন্দরবন প্রকল্পের আয়োজনে সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
এতে আরটিভির বরগুনা প্রতিনিধি ও লোকবেতারের পরিচালক মনির হোসেন কামালকে আহবায়ক, বাংলাদেশের খবর পত্রিকার বরগুনা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান, কালেরকন্ঠের বিশেষ প্রতিনিধি দেবদাস মজুমদার ও বাংলানিউজের পাথরঘাটা প্রতিনিধি হাফেজ সফিকুল ইসলাম খোকনকে যুগ্ম আহবায়ক এবং সমকালের বরগুনা প্রতিনিধি আবু জাফর মোঃ সালেহকে সদস্য সচিব করে বরগুনার বিভিন্ন উপজেলার সাংবাদিকদের নিয়ে ২৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।
রূপান্তর সুন্দরবন প্রকল্পের ব্যবস্থাপনায় বরগুনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত ছিলেন, রূপান্তরের পরিচালক শাহাদাত হোসেন বাচ্চু ও সুন্দরবন প্রকল্পের সমন্বয়ক শুভাশীষ ভট্টাচার্য্। সভাপতিত্ব করেন, সিনিয়র সাংবাদিক চিত্তরঞ্জন শীল। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সুন্দরবন প্রকল্পের ব্যবস্থাপক অনুপ রায়। ব্যবস্থাপনায় ছিলেন, রূপান্তর বরগুনার সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান।