
সালাউদ্দিন সোহাগ, স্টাফ রিপোর্টার
চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কহলথুড়ি আদর্শ সামাজ কল্যাণ সংঘের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে। এছাড়াও সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি কহলথুড়ি হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প ও নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও বিআরবি ক্যাবলস লিমিটেডের মার্কেটিং ডাইরেক্টর, কচুয়ার কৃতি সন্তান রফিকুল ইসলাম রনি।
সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কহলথুড়ি হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম এমরান হোসেন,সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াকুব আলী মাস্টার, কহলথুড়ি আদর্শ সামাজ কল্যাণ সংঘের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মফিজুল ইসলাম বাবুল, মাকসুদা হক ফাউন্ডেশনের যুগ্ম সমন্বয়ক আবু আব্দুল্লাহ নয়ন, কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন রাজু, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক শাহজালাল রিপন প্রমুখ।
এ সময় সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
একইদিনে কহলথুড়ি আদর্শ সামাজ কল্যাণ সংঘের উদ্যোগে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৮শত রোগীর ফ্রি চিকিৎসা,স্বাস্থ্য পরামর্শ ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও গরিব অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, শিক্ষকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আদর্শ সামাজ কল্যাণ সংঘের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৫-২০২৬ সালের দুই বছর মেয়াদী কমিটিবগটন করা হয়।
কামাল মজুমদারকে সভাপতি ও ইঞ্জিনিয়ার মহিন উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন, সংগঠনের সাবেক সভাপতি মফিজুল ইসলাম বাবুল।
কহলথুড়ি আদর্শ সামাজ কল্যাণ সংঘের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, নিজেদেরকে সর্বদা মানবিক কাজে বিলিয়ে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। কহলথুড়ি আদর্শ সমাজ কল্যাণ সংঘের আত্ম মানবতার সেবায় নিয়োজিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সবসময় এই সামাজিক সংগঠন অসহায় মানুষের পাশে থাকবে এবং সবার সাথে মিলেমিশে কাঁধে কাঁধ রেখে সমাজ পরিবর্তন ও এলাকার উন্নয়নে কাজ করে যাবো। আমরা প্রতিবছরের ন্যায় এ বছর আজকে সবচেয়ে বড় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অভিজ্ঞ ডাক্তার দিয়ে এলাকায় গরিব অসহায় প্রায় ৮শত রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করি। উল্লেখ্য, কহলথুড়ি সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠালগ্ন থেকে থেকে এলাকা অসহায় গরিব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থেীদের শিক্ষা সামগ্রী বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, মাদক বিরোধী সচেতনতামূলক বাইক শোভাযাত্রাসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।