
সৌরভ মাহমুদ হারুন
সোমবার কুমিল্লার বিবির বাজার বিওপির আওতাধীন গোলাবাড়ী পোষ্টের এলাকার সীমান্ত দিয়ে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর নামক স্থানে এক ভারতীয় নাগরিক অবৈধ ভাবে অনুপ্রবেশ করলে ১০ বিজিবি তাকে আটক করে।
বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান যে সোমবার ৩ মার্চ সকালে কুমিল্লার বিবির বাজার বিওপির আওতাধীন গোলাবাড়ী পোষ্টের এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর নামক স্থানে এক ভারতীয় নাগরিক অবৈধ ভাবে অনুপ্রবেশ করলে কুমিল্লা ১০ বিজিবি তাকে আটক করে।আটককৃত ভারতীয় নাগরিক হলো পশ্চিম ত্রিপুরা জেলার খায়েরপুর থানার, কাশিপুর মিশন রোড গ্রামের শান্তি কর্মকারের ছেলে শাওন কর্মকার (৩৭)।
তার নিকট হতে ভারত সরকার কর্তৃক প্রদত্ত তার ব্যক্তিগত ১ টি আধার কার্ড, ১ টি পার্মানেন্ট একাউন্ট নাম্বার কার্ড এবং ১ টি স্টেট ব্যাংক ক্লাসিক ভিসা কার্ড উদ্ধার করা হয়। উক্ত ভারতীয় নাগরিক অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশ করার অপরাধে তাকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন চলমান।