
আরিফুল হক ভূঁইয়া, ভ্রাম্যমাণ প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা করগাঁও ইউনিয়নে ১১ টি গরু কামরুল ইসলাম (৩৫) নামের এক চোর আটক করেছেন পুলিশ।
সে করগাঁও পাঁচলী পাড়া নগর হাটি এলাকার আব্দুল রাশিদের ছেলে।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কামরুল ইসলামের বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করে। এই সময় একজন ভুক্তভোগী তার দুটি গরু নিজের বলে চিহ্নিত করতে পারেন। পরে এস আই ফখরুল বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়াকে জানান। পরে করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান লায়ন মোঃ নাদিম মোল্লা গ্রাম পুলিশদের কে নিয়ে উদ্ধার হওয়া ১১ টি গরু সহ চোরকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।
মোঃ নাদিম মোল্লা চেয়ারম্যান সংবাদকর্মীকে জানান, সে অনেক আগে থেকেই বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে নিয়ে আসেন বলে তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। সে অনেক আগে থেকে গরু চুরি সহ ডাকাতি বিভিন্ন নিশা ও ইয়াবা ট্যাবলেট সাথে জড়িত। তাই পুলিশের সহযোগিতায় গ্রামের মানুষ ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে ১১ টি গরু সহ চোরকে আটক হয়।
কামরুলের সাথে আরো যারা জড়িত আছে সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকেও পুলিশ আইনের আওতায় আনবে বলে জানান। উদ্ধার হওয়া ১১ টি গরু ও চোরকে বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের নেওয়া হয়েছে।
বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া বলেন, গোপন সংবাদ ভিত্তিতে গরু গুলি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।
মুক্তির লড়াই ডেস্ক : 


























