ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

গচিহাটা চলন্ত ট্রেনে পাথরনিক্ষেপ প্রতিরোধকল্পে জনসচেতনা মূলক প্রচারণা অনুষ্ঠিত

মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ হইতে ঢাকা বাংলাদেশ রেল চলাচলের বাধা ও চলন্ত ট্রেনে পাথরনিক্ষেপ প্রতিরোধকল্পে জনসচেতনা মূলক প্রচারণা চালাচ্ছেন গচিহাটা রেলস্টেশন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেল ওরেলের সরকারি কর্মকর্তা আবদুল কাদের ইনচার্জ আরএমবি।

এ সময় বক্তব্যে রাখেন, ট্রেনের ছাদে বাম্পারে কিংবা ইঞ্জিনে ভ্রমণ করা বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। এই ধরনের ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকুন।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করলে আপনারই আপন জন হতাহত হতে পারে ক্ষতি হতে পারে জাতীয় সম্পদের। ট্রেনে পাথর নিক্ষেপের কারণে যদি কোন যাত্রীর জীবনের নিরাপত্তা ব্যাহত হয় তাহলে যে ব্যক্তি পাথর নিক্ষেপ করেছেন তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

এই ধরনের অপরাধ হতে আপনি বিরত থাকুন এবং আপনার সন্তানকে বিরত রাখুন। রেল ও রেল সম্পত্তি চুরি বা অবৈধ দখল বা অবৈধ ভাবে অর্জন করিলে রেল ও রেল সম্পত্তি অবৈধ দখল উদ্ধার আইন (2016) মোতাবেক অনধিক সাত বছরের এবং অপরাধ সংগঠনের সহযোগিতাকারী পাঁচ বছর কারাদন্ডের বিধান রয়েছে।

এ ধরনের অপরাধের জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে তথ্য দেন এবং রেল সম্পদ রক্ষায় সহযোগিতা করুন। বাংলাদেশ রেলগাড়ি ও রেল ও রেল মালামাল জাতীয় সম্পদ। রেল গাড়ির কোন যন্ত্র বিকল্প কিংবা নষ্ট করিলে বা করতে চেষ্টা করিলে রেলওয়ে আইনে যাবজ্জীবন বা ১০ বছরের কারাদণ্ডের বিধান আছে। ট্রেনের হোস পাইপ বিচ্ছিন্ন এবং এসিপি করা থেকে বিরত থাকুন। যাহারা যেখানে সেখানে চেইন টেনে টেন থামায়, তাদের ধরিয়ে দিন, কারণ যাত্রী বেশি দুস্কৃতিকারী কত্ক চিনতাইয়ের
শিকার হতে পারেন। ডাকাত কত্ক ট্রেনের ডাকাতি হতে পারে। চোরাকারবারী কত্ক টেনে মাদক চোরাই মাল উঠাতে পারে।

রেলগাড়ি লেভেল ঞসিংয়ে গেট ব্যারিয়ার ফেলার বাস ট্রাক মোটরসাইকেল সিএনজি রিস্কা পারাপারের চেষ্টা কিংবা চলন্ত ট্রেনের সামনে দৌড় দেওয়ার ফলে আপনার জীবন বিপন্ন হতে পারে। জীবন মূল্যবান সম্পদ, জীবনের ঝুঁকি নিবেন না। রেলওয়েল অঙ্গনে ধূমপান নিষিদ্ধ, রেলগাড়ি, রেলওয়ে স্টেশন, প্ল্যাটফর্ম ইত্যাদি স্থানে ধূমপান হতে বিরত থাকুন, ইহা দণ্ডনীয় অপরাধ।

রেল ও রেল আইনে অপ্রাপ্ত বয়স্ক সন্তানের অপরাধের জন্য তার‌ অভিভাবক কে শাস্তির বিধান রয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গচিহাটা চলন্ত ট্রেনে পাথরনিক্ষেপ প্রতিরোধকল্পে জনসচেতনা মূলক প্রচারণা অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:২১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ হইতে ঢাকা বাংলাদেশ রেল চলাচলের বাধা ও চলন্ত ট্রেনে পাথরনিক্ষেপ প্রতিরোধকল্পে জনসচেতনা মূলক প্রচারণা চালাচ্ছেন গচিহাটা রেলস্টেশন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেল ওরেলের সরকারি কর্মকর্তা আবদুল কাদের ইনচার্জ আরএমবি।

এ সময় বক্তব্যে রাখেন, ট্রেনের ছাদে বাম্পারে কিংবা ইঞ্জিনে ভ্রমণ করা বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। এই ধরনের ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকুন।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করলে আপনারই আপন জন হতাহত হতে পারে ক্ষতি হতে পারে জাতীয় সম্পদের। ট্রেনে পাথর নিক্ষেপের কারণে যদি কোন যাত্রীর জীবনের নিরাপত্তা ব্যাহত হয় তাহলে যে ব্যক্তি পাথর নিক্ষেপ করেছেন তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

এই ধরনের অপরাধ হতে আপনি বিরত থাকুন এবং আপনার সন্তানকে বিরত রাখুন। রেল ও রেল সম্পত্তি চুরি বা অবৈধ দখল বা অবৈধ ভাবে অর্জন করিলে রেল ও রেল সম্পত্তি অবৈধ দখল উদ্ধার আইন (2016) মোতাবেক অনধিক সাত বছরের এবং অপরাধ সংগঠনের সহযোগিতাকারী পাঁচ বছর কারাদন্ডের বিধান রয়েছে।

এ ধরনের অপরাধের জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে তথ্য দেন এবং রেল সম্পদ রক্ষায় সহযোগিতা করুন। বাংলাদেশ রেলগাড়ি ও রেল ও রেল মালামাল জাতীয় সম্পদ। রেল গাড়ির কোন যন্ত্র বিকল্প কিংবা নষ্ট করিলে বা করতে চেষ্টা করিলে রেলওয়ে আইনে যাবজ্জীবন বা ১০ বছরের কারাদণ্ডের বিধান আছে। ট্রেনের হোস পাইপ বিচ্ছিন্ন এবং এসিপি করা থেকে বিরত থাকুন। যাহারা যেখানে সেখানে চেইন টেনে টেন থামায়, তাদের ধরিয়ে দিন, কারণ যাত্রী বেশি দুস্কৃতিকারী কত্ক চিনতাইয়ের
শিকার হতে পারেন। ডাকাত কত্ক ট্রেনের ডাকাতি হতে পারে। চোরাকারবারী কত্ক টেনে মাদক চোরাই মাল উঠাতে পারে।

রেলগাড়ি লেভেল ঞসিংয়ে গেট ব্যারিয়ার ফেলার বাস ট্রাক মোটরসাইকেল সিএনজি রিস্কা পারাপারের চেষ্টা কিংবা চলন্ত ট্রেনের সামনে দৌড় দেওয়ার ফলে আপনার জীবন বিপন্ন হতে পারে। জীবন মূল্যবান সম্পদ, জীবনের ঝুঁকি নিবেন না। রেলওয়েল অঙ্গনে ধূমপান নিষিদ্ধ, রেলগাড়ি, রেলওয়ে স্টেশন, প্ল্যাটফর্ম ইত্যাদি স্থানে ধূমপান হতে বিরত থাকুন, ইহা দণ্ডনীয় অপরাধ।

রেল ও রেল আইনে অপ্রাপ্ত বয়স্ক সন্তানের অপরাধের জন্য তার‌ অভিভাবক কে শাস্তির বিধান রয়েছে।