ঢাকা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঘোড়াশালে কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যাকারীদের গ্রেপ্তারের দবী Logo ভোলায় ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার Logo পায়রা বন্দরের অযোগ্য এইচপি এনজে কে সর্বনিম্ন দরদাতা ঘোষণা Logo শ্রমিক ও মালিকের পারস্পরিক অংশীদারিত্বে নতুন বাংলাদেশ বিনির্মানের আহবান জানিয়েছেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী Logo শাহরাস্তিতে অলংকার তৈরির কারখানায় চুরি, গ্রেফতার ২।। ১৪ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার Logo মুরাদনগরে দশ টাকায় খাবার পেলেন সাড়ে ৪শত মানুষ Logo পার্বত্য উপদেষ্টার সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ Logo ঝিনাইগাতীতে শতাধিক একর জমির ধান চিটা, কৃষকের মাথায় হাত Logo চাঁদপুরে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কর্ম বিরতি পালিত Logo বালিয়াডাঙ্গীতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ডাক

ডাক
সৌমেন্দু লাহিড়ী

আমি তো এক সুরপিয়াসী,
ছন্দ পাগল কবি,
কবিতা যত রচনা করি
ছন্দবদ্ধ সবই।
কেউ আমারে আঁতেল বলে,
কেউ বলে খুব পাকা,
কেউ বলে এই কবি হল
কঠিন ডাকাবুকা।
অনেকে করে সমালোচনা —
কবিতা যাচ্ছেতাই,
একটির সাথে মুখটি মিলিয়ে
ছন্দ কবি মিলায়।
আমি কিন্তু আমিই আছি
যে যাই বলুক লোকে,
দুখের সাথে পাঙ্গা নিয়ে
রয়েছি বড়ই সুখে।
“শোন ভাইলোগ, এবার সময়
আসছে খুবই ভালো” —
বলছে নেতা-মন্ত্রী যত
মঞ্চ ক’রে আলো।
সেথায় যত গরীব মানুষ
রয়েছে বসে আশায়,
এবার বুঝি ভাগ্যলক্ষী
ঢুকবে তাদের বাসায়।
আরে আশায় কি আর
পেট ভ’রে যায়,
গরীব মরে ক্ষিদের জ্বালায়,
পেটের দায়ে কত মেয়ে
নিজের দেহ বিকায়;
এই সুশীল সমাজ
তখন কি তার
মুখ ঢাকে লজ্জায় ?
কত মায়েরা ধর্ষিত হয়,
বধূরা নির্যাতিত,
কতশত লোক বিশ্বে শোষক
দ্বারা হয় নিপীড়িত।
দেখছি যত ভাবছি তত
মন উচাটন রয়,
মনে করি অস্ত্র হাতে
সমাজ করি লয়।
তোমরা যারা আমার মতো
আছ মানুষ যত,
চেষ্টা কর পাল্টাতে এই
সমাজ অবিরত।
উল্টে দিয়ে পাল্টে দিয়ে
নতুন সমাজ আনো
যেথায় বৈষম্য রবে না কোথাও
সমাজে কোনদিনও।।

সৌমেন্দু লাহিড়ী
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘোড়াশালে কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যাকারীদের গ্রেপ্তারের দবী

SBN

SBN

ডাক

আপডেট সময় ১২:৪৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

ডাক
সৌমেন্দু লাহিড়ী

আমি তো এক সুরপিয়াসী,
ছন্দ পাগল কবি,
কবিতা যত রচনা করি
ছন্দবদ্ধ সবই।
কেউ আমারে আঁতেল বলে,
কেউ বলে খুব পাকা,
কেউ বলে এই কবি হল
কঠিন ডাকাবুকা।
অনেকে করে সমালোচনা —
কবিতা যাচ্ছেতাই,
একটির সাথে মুখটি মিলিয়ে
ছন্দ কবি মিলায়।
আমি কিন্তু আমিই আছি
যে যাই বলুক লোকে,
দুখের সাথে পাঙ্গা নিয়ে
রয়েছি বড়ই সুখে।
“শোন ভাইলোগ, এবার সময়
আসছে খুবই ভালো” —
বলছে নেতা-মন্ত্রী যত
মঞ্চ ক’রে আলো।
সেথায় যত গরীব মানুষ
রয়েছে বসে আশায়,
এবার বুঝি ভাগ্যলক্ষী
ঢুকবে তাদের বাসায়।
আরে আশায় কি আর
পেট ভ’রে যায়,
গরীব মরে ক্ষিদের জ্বালায়,
পেটের দায়ে কত মেয়ে
নিজের দেহ বিকায়;
এই সুশীল সমাজ
তখন কি তার
মুখ ঢাকে লজ্জায় ?
কত মায়েরা ধর্ষিত হয়,
বধূরা নির্যাতিত,
কতশত লোক বিশ্বে শোষক
দ্বারা হয় নিপীড়িত।
দেখছি যত ভাবছি তত
মন উচাটন রয়,
মনে করি অস্ত্র হাতে
সমাজ করি লয়।
তোমরা যারা আমার মতো
আছ মানুষ যত,
চেষ্টা কর পাল্টাতে এই
সমাজ অবিরত।
উল্টে দিয়ে পাল্টে দিয়ে
নতুন সমাজ আনো
যেথায় বৈষম্য রবে না কোথাও
সমাজে কোনদিনও।।

সৌমেন্দু লাহিড়ী
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।