ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশে প্রকৃত দেশপ্রেমিক রাজনৈতিক নেতার বড়ই অভাব Logo নীলফামারীতে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালান পণ্য আটক Logo রাণীনগর রেলগেটে ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন Logo দুলাভাই বাহিনীর এক সদস্য আটক Logo ধোপাজান নদীতে বালু লুটপাট থামছেই না : রাজস্ব হারাচ্ছে সরকার Logo মহেশখালীতে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসী আটক Logo শনিবার নিজ এলাকায় সংবর্ধনা পাচ্ছেন কুমিল্লা সিটি কর্পোরেশন প্রশাসক মোঃ শাহ আলম Logo পারস্পরিক সম্মান ও আস্থার ভিত্তিতে চীন-স্লোভেনিয়া সম্পর্ক স্থিতিশীল Logo ডিজিটাল অর্থনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় যৌথ উদ্যোগের পরিকল্পনা

চীনের বিরুদ্ধে ধর্মীয় ‘নিপীড়নের’ পশ্চিমা অভিযোগ হাস্যকর : মার্কিন সাংবাদিক লি ক্যাম্প

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ০১:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

সম্প্রতি, আমেরিকান টক শো উপস্থাপক এবং সাংবাদিক লি ক্যাম্প সিচাং সফর করেছেন। তার মনে হচ্ছিল তিনি এতদিন ধরে প্রতারিত হয়েছেন। তিনি আগে যত তথ্য পেয়েছিলেন তাতে বলা হয়েছিল যে, জায়গাটি দাসে পরিপূর্ণ। কিন্তু যখন তিনি এখানে এলেন, তখন তিনি দেখলেন সবাই নিশ্চিন্তে হাঁটছে, সবাই পুরোপুরি স্বাধীন, এবং তিনি কাউকে দাস হিসেবে বিক্রি হতে দেখেননি।

তিনি দেখলেন যে, সিচাংয়ের রাস্তাঘাট এবং গলিপথ ধর্মপ্রাণ বিশ্বাসী, দেশী-বিদেশী পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের ভিড়ে মুখরিত। তিনি দেখলেন মানুষ চাং ভাষা এবং চীনা ভাষায় আড্ডা দিচ্ছে, এবং রাস্তার সাইনবোর্ডগুলোও চাং ভাষা এবং চীনা ভাষায় ছিল। জাদুঘরে থাকা প্রাচীন ধ্বংসাবশেষগুলো প্রাচীনকাল থেকেই সিচাং এবং চীনের অন্যান্য অংশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক প্রমাণ করে।

তিনি আরও বলেন যে, যেসব পশ্চিমা বন্ধুরা মনে করেন যে, সিচাং স্বাধীন নয়, তাদের তিনি এখানে এসে নিজের চোখে দেখার পরামর্শ দেন। যাহোক, মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে বেশি কারাগারে বন্দি রয়েছে, কিন্তু নিজেদেরকে ‘মুক্তদের দেশ’ বলি। তাই, তিনি মনে করেন তারাই ‘স্বাধীনতা’ শব্দটির প্রকৃত অর্থ পুরোপুরি বুঝতে পারে না। চীনের বিরুদ্ধে তথাকথিত সাংস্কৃতিক ও ধর্মীয় ‘নিপীড়নের’ পশ্চিমা অভিযোগগুলো পুরোপুরি হাস্যকর!

সূত্র : স্বর্ণা-হাশিম-তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস

বাংলাদেশে প্রকৃত দেশপ্রেমিক রাজনৈতিক নেতার বড়ই অভাব

SBN

SBN

চীনের বিরুদ্ধে ধর্মীয় ‘নিপীড়নের’ পশ্চিমা অভিযোগ হাস্যকর : মার্কিন সাংবাদিক লি ক্যাম্প

আপডেট সময় ০১:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

সম্প্রতি, আমেরিকান টক শো উপস্থাপক এবং সাংবাদিক লি ক্যাম্প সিচাং সফর করেছেন। তার মনে হচ্ছিল তিনি এতদিন ধরে প্রতারিত হয়েছেন। তিনি আগে যত তথ্য পেয়েছিলেন তাতে বলা হয়েছিল যে, জায়গাটি দাসে পরিপূর্ণ। কিন্তু যখন তিনি এখানে এলেন, তখন তিনি দেখলেন সবাই নিশ্চিন্তে হাঁটছে, সবাই পুরোপুরি স্বাধীন, এবং তিনি কাউকে দাস হিসেবে বিক্রি হতে দেখেননি।

তিনি দেখলেন যে, সিচাংয়ের রাস্তাঘাট এবং গলিপথ ধর্মপ্রাণ বিশ্বাসী, দেশী-বিদেশী পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের ভিড়ে মুখরিত। তিনি দেখলেন মানুষ চাং ভাষা এবং চীনা ভাষায় আড্ডা দিচ্ছে, এবং রাস্তার সাইনবোর্ডগুলোও চাং ভাষা এবং চীনা ভাষায় ছিল। জাদুঘরে থাকা প্রাচীন ধ্বংসাবশেষগুলো প্রাচীনকাল থেকেই সিচাং এবং চীনের অন্যান্য অংশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক প্রমাণ করে।

তিনি আরও বলেন যে, যেসব পশ্চিমা বন্ধুরা মনে করেন যে, সিচাং স্বাধীন নয়, তাদের তিনি এখানে এসে নিজের চোখে দেখার পরামর্শ দেন। যাহোক, মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে বেশি কারাগারে বন্দি রয়েছে, কিন্তু নিজেদেরকে ‘মুক্তদের দেশ’ বলি। তাই, তিনি মনে করেন তারাই ‘স্বাধীনতা’ শব্দটির প্রকৃত অর্থ পুরোপুরি বুঝতে পারে না। চীনের বিরুদ্ধে তথাকথিত সাংস্কৃতিক ও ধর্মীয় ‘নিপীড়নের’ পশ্চিমা অভিযোগগুলো পুরোপুরি হাস্যকর!

সূত্র : স্বর্ণা-হাশিম-তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।