
এক মাসেরও কম সময়ের মধ্যে ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজারমূল্য উধাও হয়ে গেছে। মার্কিন শুল্কনীতির কারণে আন্তর্জাতিক সমাজে ছড়িয়ে পড়া আতঙ্ক দেশটির শেয়ারবাজারে ছড়িয়ে পড়ছে। চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর সিজিটিএনের বিশ্বব্যাপী এক জরিপ থেকে এ তথ্য উঠে এসেছে। নেটিজেনদের ওপর এ জরিপ চালানো হয়।
জরিপে অংশগ্রহণকারীরা সাধারণভাবে নতুন মার্কিন প্রশাসনের শুল্কনীতি নিয়ে প্রশ্ন তোলেন এবং মার্কিন স্টকে এর নেতিবাচক প্রভাব সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
একজন নেটিজেন বলেন, বিদেশ থেকে আসা সমস্ত পণ্যের ওপর কর আরোপ করা কখনই ভালো ধারণা নয়।
জরিপ অনুসারে, ৮৬.১ শতাংশ উত্তরদাতা মনে করেন, নতুন মার্কিন সরকারের অনিয়মিত ও ক্রমবর্ধমান শুল্কনীতি বিনিয়োগকারীদের গভীরভাবে অস্বস্তিতে ফেলেছে, যার ফলে মার্কিন স্টকগুলোয় অস্থিরতা দেখা দিয়েছে; ৮৬.৮ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন যে, মার্কিন শেয়ারের সাম্প্রতিক পতন মার্কিন অর্থনীতির ওপর বিনিয়োগকারীদের আস্থার গুরুতর অভাব প্রতিফলিত করে এবং তাঁরা আশঙ্কা করছেন যে, মার্কিন শেয়ারের পতন বিশ্বব্যাপী শেয়ারবাজারকে প্রভাবিত করবে।
এদিকে, গোল্ডম্যান শ্যাক্স গ্রুপের প্রকাশিত সর্বশেষ গবেষণা প্রতিবেদনে ২০২৫ সালের জন্য মার্কিন জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ২.৪ থেকে কমিয়ে ১.৭ শতাংশ করা হয়েছে। আড়াই বছরের মধ্যে এই প্রথম গোল্ডম্যান শ্যাক্স যুক্তরাষ্ট্রের জন্য তাদের অর্থনৈতিক প্রত্যাশা কমিয়ে আনল।
উল্লেখ্য, সিজিটিএনের এবারের জরিপ ইংরেজি, স্পেনিস, ফরাসি, আরবি ও রুশ ভাষীয় প্ল্যাটফর্মে চালানো হয়। ২৪ ঘন্টায় ৭৮৭৫ জন নেটিজেন এবারের জরিপে অংশগ্রহণ করেন এবং মতামত দেন।
সূত্র : ছাই- আলিম- ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।