
মোহাম্মদ মাসুদ মজুমদার
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুমিল্লা মেডিকেল কলেজ শাখার উদ্যোগে রবিবার (১৬ মার্চ) বিকাল ৫টায় কুমিল্লা মেডিকেল কলেজে প্রশাসনিক ভবনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ড্যাব কুমিল্লা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডাঃ মিহাজুর রহমান তারেক এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ড্যাব কুমিল্লা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সফিকুর রহমান।
উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটি (কুমিল্লা বিভাগ) সহ সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুমিল্লা মেডিকেল কলেজ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক, বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান সম্পাদক বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন। বক্তব্য তিনি বলেন, আওয়ামী সরকারের পতনে ডাক্তারদের ভুমিকা অপরিসীম। ডাক্তাররা মানবিক হলে এবং সঠিক চিকিৎসা প্রধান করলে বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা নিতে মানুষ তেমন আগ্রহ প্রকাশ করবে না। আসুন, আমরা মানবিক এবং রোগীদের সঠিক চিকিৎসা প্রধান করি। কাঁধে কাঁধ রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য কাজ করি।
এই সময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ও কুমিল্লা মহানগর বিএনপির অঙ্গসংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দসহ কুমিল্লার বিশিষ্ট চিকিৎসকগণ ও মেডিকেল কলেজের শিক্ষার্থী এই ইফতার মাহফিলে যোগদান করেন।
পরে দেশ জাতির কল্যাণ ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন ডাঃ ইকবাল আনোয়ার।
মুক্তির লড়াই ডেস্ক : 

























