
মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি
গাইবান্ধা জেলা বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শহরের ইনডোর স্টেডিয়ামে সোমবার (২৪ মার্চ) সকালে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার ৭ উপজেলার বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।
কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। বিশেষ অতিথি ছিলেন বিএপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সঞ্চালনায় যৌথ কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য (এমপি) সাইফুল আলম সাজা, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, কাজী আমিরুল ইসলাম ফকু, মাহমুদুল ইসলাম প্রামানিক, মোস্তাক আহমেদ মোস্তাক, আব্দুর রাজ্জাক ভুটটু, শাহজালাল সরকার খোকন, খন্দকার জাকারিয়া জিম প্রমুখ। বক্তারা কর্মীসভায় সংগঠনকে শক্তিশালী করতে সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
মুক্তির লড়াই ডেস্ক : 


























