
সৌরভ মাহমুদ হারুন
কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে বুড়িচং উপজেলার কংশনগর বাজার এলাকায়
যানজট নিরসন এবং সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল মুক্ত করতে মঙ্গলবার (২৫ মার্চ) উচ্ছেদ অভিযান চালানো হয়।
সড়ক ও জনপদ বিভাগ, বুড়িচং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ পরিচালনা কার্যক্রম শুরু করেন। উচ্ছেদ কার্যক্রমের নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সোনিয়া হক।জানা যায়,এ এলাকায় দীর্ঘদিন ধরে যানজট লেগে থাকতো।এই এলাকায় মহাসড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে অন্তত ৫০টির অধিক স্থায়ী স্থাপনা গড়ে তুলেছে ব্যবসায়ীরা।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হকসহ পুলিশের সহযোগিতায় সকাল ১১ টা থেকে উচ্ছেদ অভিযানের কার্যক্রম শুরু করা হয়। উচ্ছেদ শুরু হওয়ার সাথে সাথে একত্রিত হতে থাকেন বাজারের ব্যবসায়ীরা। অভিযানে ৪টি স্থায়ী স্থাপনা উচ্ছেদ করার পর বাঁধার ও তোপের মুখে পড়েন প্রশাসন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইস্কান্দর আলী ভূঁইয়া, কংশনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক হাফেজ নাজির আহমদসহ শতাধিক ব্যবসায়ী উচ্ছেদ অভিযান বন্ধ করে ব্যবসায়ীদের সময় দেয়ার জন্য প্রশাসনের নিকট দাবি জানান।
এ সময় ব্যবসায়ীরা লিখিত আকারে মুচলেকা দিয়ে ২০ দিনের মধ্যে অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে ভেঙ্গে ফেলবে অঙ্গীকারবদ্ধ হয়। পরবর্তীতে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা এবং বুড়িচং উপজেলা প্রশাসন ২০ দিনের সময় দিয়ে উচ্ছেদ কার্যক্রম স্থগিত করেন।
এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার জানান, ব্যবসায়ীদের বাধা ও দাবির মুখে ২০ দিনের সময় দেয়া হয়েছে। ২০ দিনের মধ্যে ব্যবসায়ী’রা নিজ উদ্যোগে স্থাপনা গুলি না ভাঙলে সড়ক ও জনপদ বিভাগকে সাথে নিয়ে পুনরায় অভিযান পরিচালনা করা হবে।