
স্টাফ রিপোর্টার
বরুড়ায় দারুল কিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর আওতাধীন পরিচালিত বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসায় শিক্ষার্থীদের জন্য রমজানের মাস ব্যাপি সহীহ কুরআন তেলাওয়াত, নাহু ছরফ এর বিশেষ ক্লাসের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
২৭শে মার্চ বৃহস্পতিবার বাদ জোহর বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী ক্বারী আবদুল গফুরের সন্তান মাদ্রাসার দাতা সাংবাদিক মো. ইলিয়াছ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা টাওয়ার হসপিটালের প্রাক্তন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কাজী শিহাব উদ্দিন পিয়েল, বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, বরুড়া উপজেলা মানবসেবা সামাজিক সংগঠনের সভাপতি কাজী মুফতি মুহাম্মদ মমিন উল্ল্যাহ ভুঁইয়া, কুমিল্লা দঃ জেলা ক্বারী সোসাইটির সভাপতি মুফতি মানজুর হোসাইন খন্দকার।
বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রভাষক কাজী আনোয়ার উল্ল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুন্নিয়া কামিল মাদ্রাসা সেন্টারের প্রধান ক্বারী, ক্বারী মোঃ ওলি হুসাইন, সহক্বারী হাফেজ ক্বারী বোরহান উদ্দিন, সহক্বারী ক্বারী ছাদিকুর রহমান তানভির, সহক্বারী ক্বারী সাফওয়ান আহমদ সাকির, ইবতেদায়ী মৌলভী মাওলানা মোঃ শাহ পরান।
এদিন মাদ্রাসার শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন হাবিবা সালেহ, খাদিজা আক্তার, ইসলামিক গজল পেশ করেন জাহিদুল ইসলাম।
চলতি বছর দারুল কিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর আওতাধীন পরিচালিত বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসা সেন্টারে ১২৩ জন শিক্ষার্থী অংশগ্রহন করে, ৯৩ জন শিক্ষার্থী সফলতা উত্তির্ন হয়েছে।