ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘সোনার সংসার’ শুধু একটি নাটক নয়— এটি এক আয়না Logo পায়েল বিশ্বাস এর কবিতা Logo পবায় প্রসবের পর মায়ের মৃত্যু, সন্তানের দায়িত্ব নিলেন চেয়ারম্যান Logo গাইবান্ধায় অনলাইন ক্যাসিনোর বিষাক্ত থাবা: ঋণে ডুবে পরিবার ছাড়ছে মানুষ Logo শিক্ষিকাকে শ্লীলতাহানি ও দাঁত ভাঙার ঘটনায় মানববন্ধন Logo ময়মনসিংহ -শেরপুর সীমান্তে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদক জব্দ Logo গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড Logo চান্দিনায় গরুবাহী ট্রাক ছিনতাই; দুই থানায় ধাক্কা-ধাক্কি Logo প্রতিহিংসা নয় প্রতিযোগিতা, রাজনীতি হোক ঐক্য ভিত্তিক Logo ডানপন্থী উসকানির বিরুদ্ধে তদন্ত দাবি বেইজিংয়ের

সীতাকুণ্ডের সাব-রেজিস্ট্রারকে স্ট্যান্ড রিলিজ

চট্টগ্রাম প্রতিনিধি

সীতাকুণ্ডের সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক অবমুক্ত) করা হয়েছে। বুধবার ৯ মার্চ আইন মন্ত্রণালয়য়ের ওয়েব সাইটে দেয়া এক প্রজ্ঞাপনে এ স্ট্যান্ড রিলিজের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে আগামী ১৩ মার্চ রোববারের মধ্যে তাকে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার বুঝিয়ে দিতে বলা হয়। স্ট্যান্ড রিলিজের সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার খন্দকার জামীলুর রহমান। একই প্রজ্ঞাপনে আরও জানা যায়, নীলফামারী জেলার জলঢাকা সাব-রেজিস্ট্রার লুৎফুর রহমান মোল্লাকে সীতাকুণ্ডে বদলী করা হয়েছে।

এর আগে গত ৪ জুলাই’২০২৪ তারিখে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের ঘুষ দুর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর ছাপা হয়। পরে জেলা রেজিস্ট্রার মিশন চাকমার হস্তক্ষেপে ঘুষ দুর্নীতি না করার অঙ্গীকার দিয়ে ও ঘুষের লেনদেনকারী তার সহকারী এয়াকুবকে চাকরিতে বরখাস্ত করে সে যাত্রায় রক্ষা পান রায়হান হাবিব। কিন্তু সরকার পরিবর্তনের পর ঘুষ লেনদেনে আরও বেপরোয়া হয়ে যান তিনি। বাধ্য হয়ে দলিল লেখকরা রায়হান হাবিবের অপসারণ দাবিতে জেলা রেজিস্ট্রারকে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেন। এতেও কাজ না হলে ২৩ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের কলম বিরতিতে যান দলিল লেখকরা। সীতাকুণ্ড দলিল লেখক সমিতির ব্যানারে ওই কলম বিরতিতে সকল দলিল লেখক অংশগ্রহণ করেন। টানা ১২ দিন কলমবিরতিতে স্থবির হয়ে পড়ে সীতাকুণ্ড সাব-রেজিস্ট্রি অফিসের সকল কার্যক্রম। এরপরও বহাল তবিয়তে থেকে যান সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব।

অবশেষে দলিল লেখকদের আন্দোলনের পাঁচ মাস পর গতকাল স্ট্যান্ড রিলিজ হলেন সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব। এদিকে রায়হান হাবিবের স্ট্যান্ড রিলিজের খবরে স্বস্তি দেখা দিয়েছে সীতাকুণ্ডের দলিল লেখকদের মাঝে। একই সাথে উচ্ছ্বসিত গোটা সীতাকুণ্ডবাসী।
চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার খন্দকার জামীলুর রহমান জানান, সীতাকুণ্ডের সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের স্ট্যান্ড রিলিজের খবর শুনেছি। তবে এখনও প্রজ্ঞাপন হাতে পাইনি। তিনি বলেন, দলিল লেখকদের বদলী মানেই স্ট্যান্ড রিলিজ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সোনার সংসার’ শুধু একটি নাটক নয়— এটি এক আয়না

SBN

SBN

সীতাকুণ্ডের সাব-রেজিস্ট্রারকে স্ট্যান্ড রিলিজ

আপডেট সময় ০৬:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি

সীতাকুণ্ডের সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক অবমুক্ত) করা হয়েছে। বুধবার ৯ মার্চ আইন মন্ত্রণালয়য়ের ওয়েব সাইটে দেয়া এক প্রজ্ঞাপনে এ স্ট্যান্ড রিলিজের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে আগামী ১৩ মার্চ রোববারের মধ্যে তাকে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার বুঝিয়ে দিতে বলা হয়। স্ট্যান্ড রিলিজের সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার খন্দকার জামীলুর রহমান। একই প্রজ্ঞাপনে আরও জানা যায়, নীলফামারী জেলার জলঢাকা সাব-রেজিস্ট্রার লুৎফুর রহমান মোল্লাকে সীতাকুণ্ডে বদলী করা হয়েছে।

এর আগে গত ৪ জুলাই’২০২৪ তারিখে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের ঘুষ দুর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর ছাপা হয়। পরে জেলা রেজিস্ট্রার মিশন চাকমার হস্তক্ষেপে ঘুষ দুর্নীতি না করার অঙ্গীকার দিয়ে ও ঘুষের লেনদেনকারী তার সহকারী এয়াকুবকে চাকরিতে বরখাস্ত করে সে যাত্রায় রক্ষা পান রায়হান হাবিব। কিন্তু সরকার পরিবর্তনের পর ঘুষ লেনদেনে আরও বেপরোয়া হয়ে যান তিনি। বাধ্য হয়ে দলিল লেখকরা রায়হান হাবিবের অপসারণ দাবিতে জেলা রেজিস্ট্রারকে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেন। এতেও কাজ না হলে ২৩ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের কলম বিরতিতে যান দলিল লেখকরা। সীতাকুণ্ড দলিল লেখক সমিতির ব্যানারে ওই কলম বিরতিতে সকল দলিল লেখক অংশগ্রহণ করেন। টানা ১২ দিন কলমবিরতিতে স্থবির হয়ে পড়ে সীতাকুণ্ড সাব-রেজিস্ট্রি অফিসের সকল কার্যক্রম। এরপরও বহাল তবিয়তে থেকে যান সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব।

অবশেষে দলিল লেখকদের আন্দোলনের পাঁচ মাস পর গতকাল স্ট্যান্ড রিলিজ হলেন সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব। এদিকে রায়হান হাবিবের স্ট্যান্ড রিলিজের খবরে স্বস্তি দেখা দিয়েছে সীতাকুণ্ডের দলিল লেখকদের মাঝে। একই সাথে উচ্ছ্বসিত গোটা সীতাকুণ্ডবাসী।
চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার খন্দকার জামীলুর রহমান জানান, সীতাকুণ্ডের সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের স্ট্যান্ড রিলিজের খবর শুনেছি। তবে এখনও প্রজ্ঞাপন হাতে পাইনি। তিনি বলেন, দলিল লেখকদের বদলী মানেই স্ট্যান্ড রিলিজ।