
অতনু চৌধুরী (রাজু), বাগেরহাট
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নতুন বছর ১৪৩২ কে বরন করলেন বাগেরহাটেবাসী।
সোমবার(১৪’এপ্রিল) সকালে বাগেরহাটে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে স্টেডিয়াম মাঠে উদযাপিত হয় বাংলা নববর্ষ ১৪৩২,অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান, এর পর বাগেরহাট জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান ও বাগেরহাট পুলিশ সুপার মো:তৌহিদুল আরিফ অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে বাগেরহাট বাসিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান,এ সময় বর্ষবরণ অনুষ্ঠানে যোগদেন বাগেরহাটের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা, শুভেচ্ছা শেষে একটি আনন্দশোভাযাত্রা র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মো:কামরুজ্জামান,
এ সময় আনন্দ শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সহ সকল শ্রেণী পেশার মানুষ, জেলা পরিষদ অডুটরিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয় উক্ত অনুষ্ঠান।
মুক্তির লড়াই ডেস্ক : 



























