ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঝিনাইদহে দুই সন্তানের জননীকে গলা কেটে হত্যার চেষ্টা Logo বুড়িচংয়ে অটোরিকশা চালক হত্যাকাণ্ডে মূল আসামি গ্রেফতার Logo কুমিল্লায় বিজয় দিবসে রেলী আলোচনা করেছেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন Logo বাংলাদেশের মহান বিজয় দিবসে ঢাকার জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের শ্রদ্ধা Logo আদালতের রায় পক্ষে থাকার পরও ৩.৮৪ একর জমিতে চাষ করতে পারছেন না কৃষক ইসমাইল Logo কুমিল্লা টাউন হল মাঠে বিজয় মেলা নাকি বাণিজ্য মেলা Logo আজ ১৬ ডিসেম্বর: মহাবিজয়ের আলোয় উদ্ভাসিত একাত্তরের রণক্ষেত্রের চূড়ান্ত ইতিহাস Logo নলছিটিতে ৪০টি টিউবওয়েল বিতরণ Logo অবৈধ ড্রেজারে ধ্বংসের মুখে বারেশ্বর বিলের তিন ফসলি জমি Logo কালীগঞ্জে ভাটা উচ্ছেদে এসে শ্রমিকদের বাধায় ফিরে গেলেন পরিবেশ অধিপ্তর

গাইবান্ধায় সদর এর এমপি শাহ সারোয়ার কবীরকে কারাগারে প্রেরণ

মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীরের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। আজ (বুধবার, ১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা সদর আমলি আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ আদেশ দেন।

শাহ সারোয়ার কবীরের আইনজীবী জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট নিরাঞ্জন কুমার ঘোষ বলেন, গেল বছরের ৪ আগস্ট জেলা বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা-ভাঙচুর আগুনের ঘটনায় সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া দুই মামলার আসামি শাহ সারোয়ার কবীর। এই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে পুলিশ।

আমরা আদালতে তার জামিন চেয়ে আবেদন করি। কিন্তু বিচারক শুনানি শেষে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আমরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করব।

এর আগে, কড়া নিরাপত্তায় বিকেল ৩টার দিকে দিনাজপুর থেকে গাইবান্ধার আদালতে নেওয়া হয় শাহ সারোয়ার কবীরকে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকায় দীবা গার্ডেন নামের একটি বাসা থেকে শাহ সারোয়ার কবীরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত মার্চ থেকে দিনাজপুরে নিজ ভগ্নিপতির বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি। সবশেষ জাতীয় নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাইবান্ধা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে, তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে এমপি পদ হারান তিনি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে দুই সন্তানের জননীকে গলা কেটে হত্যার চেষ্টা

SBN

SBN

গাইবান্ধায় সদর এর এমপি শাহ সারোয়ার কবীরকে কারাগারে প্রেরণ

আপডেট সময় ০৮:৪৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীরের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। আজ (বুধবার, ১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা সদর আমলি আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ আদেশ দেন।

শাহ সারোয়ার কবীরের আইনজীবী জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট নিরাঞ্জন কুমার ঘোষ বলেন, গেল বছরের ৪ আগস্ট জেলা বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা-ভাঙচুর আগুনের ঘটনায় সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া দুই মামলার আসামি শাহ সারোয়ার কবীর। এই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে পুলিশ।

আমরা আদালতে তার জামিন চেয়ে আবেদন করি। কিন্তু বিচারক শুনানি শেষে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আমরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করব।

এর আগে, কড়া নিরাপত্তায় বিকেল ৩টার দিকে দিনাজপুর থেকে গাইবান্ধার আদালতে নেওয়া হয় শাহ সারোয়ার কবীরকে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকায় দীবা গার্ডেন নামের একটি বাসা থেকে শাহ সারোয়ার কবীরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত মার্চ থেকে দিনাজপুরে নিজ ভগ্নিপতির বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি। সবশেষ জাতীয় নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাইবান্ধা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে, তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে এমপি পদ হারান তিনি।