ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত Logo পাকুন্দিয়ায় গৃহবধূকে হাত-পা বেঁধে ছুরিকাঘাতে হত্যা, স্বামী পলাতক Logo শোক থেকে শক্তির অভ্যুদ্বয়: সার্বভৌমত্ব ও মুক্তির চূড়ান্ত লড়াই Logo ঘোড়া বর্ষের প্রতিপাদ্যে চীন-আরব সাংস্কৃতিক সেতুবন্ধন Logo একচীন নীতিতে পুনরায় সমর্থন জানাল তিন আরব দেশ Logo ম্যাকাও প্রধান নির্বাহীর কার্যপ্রতিবেদন শুনলেন প্রেসিডেন্ট সি Logo দাম ও মানের সমন্বয়ে মধ্যপ্রাচ্যে এগিয়ে চীনা অটোমোবাইল Logo টানা নবম বছর গ্যাস উৎপাদনে চীনের মাইলফলক Logo শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শহীদ ওসমান হাদির জানাজা Logo বরুড়ায় মরহুম হাজী নোয়াব আলী স্মৃতি স্মরনে ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চীনা প্রেসিডেন্টের ভিয়েতনাম সফর

ভিয়েতনামে সফররত চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এবং দেশটির প্রধানমন্ত্রী ফাম মিন চিন গত (সোমবার) রাতে বৈঠক করেছেন। বৈঠককালে প্রেসিডেন্ট সি বলেন, ভিয়েতনামের পার্টি ও সরকারের নেতৃত্বে দেশের রাজনীতি ও সমাজ স্থিতিশীল, সংস্কার কাজ ব্যাপক সাফল্যমণ্ডিত আর আন্তর্জাতিক মর্যাদাও দিন দিন বাড়ে। চীন ও ভিয়েতনাম উভয়েই জাতীয় পুনরুত্থান আর দেশের দ্রুত উন্নয়ন কার্যক্রম রয়েছে, তাই অভিন্ন কল্যাণের সমাজ চেতনায় দু’দেশের সার্বিক কৌশলগত সহযোগিতা গভীরতর করা উচিত, যাতে দেশের জনগণকে কল্যাণ বয়ে আনা যায়।

সি জোর দিয়ে বলেছেন, দু’পক্ষের উচিত কৌশলগত সহযোগিতা জোরদার করে উচ্চপর্যায়ের আদান-প্রদান ঘনিষ্ঠতর করা, যৌথভাবে আধিপত্যবাদ, একতরফাবাদ, সংরক্ষণবাদের প্রতিবাদ করা, বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব, বৈশ্বিক নিরাপত্তা প্রস্তাব ও বৈশ্বিক সভ্যতা প্রস্তাব বাস্তবায়ন করা, যাতে আন্তর্জাতিক সমতা ও ন্যায্যতা রক্ষা করা যায় এবং এশিয়া ও বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধ উন্নয়ন নিশ্চিত করা যায়।

দু’পক্ষের উচিত গুণগতমান উন্নয়ন বাস্তবায়ন করে দু’দেশের যৌথভাবে আধুনিকায়ন বাস্তবায়নে সমর্থন দেওয়া। চীন ও ভিয়েতনামের স্থল ও সমুদ্র সংযুক্তির আঞ্চলিক প্রাধান্য প্রয়োগ করে বিভিন্ন শিল্প সহযোগিতার সুপ্তশক্তি বিশকিত করবে। ধাপে ধাপে অবকাঠামো ব্যবস্থাপনার নির্মাণের সহযোগিতা চালু করে পারস্পরিক যোগাযোগ ও পরিবহন মান উন্নীত করা, অবাধ বাণিজ্যের উন্নয়ন নিশ্চিত করা। ৫জি, এআই, পরিচ্ছন্ন জ্বালানি সম্পদ, ডিজিটাল অর্থনীতিসহ বিভিন্ন খাতের সহযোগিতা জোরদার করবে দু’দেশ। চলতি বছর দু’দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫তম বার্ষিকী, এ উপলক্ষ্যে দ্বিপাক্ষিক মৈত্রীর গল্প আর সহযোগিতার মাধ্যমে আধুনিকায়ন বাস্তবায়নের গল্প তুলে ধরা হবে।

ফাম মিন চিন বলেছেন, চীনা প্রেসিডেন্ট সি’র ভিয়েতনাম সফর দ্বিপাক্ষিক উচ্চপর্যায়ের আদান-প্রদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুখী ব্যাপার, তার ঐতিহাসিক তাৎপর্য রয়েছে এবং তা দ্বিপাক্ষিক সম্পর্কের দ্রুত উন্নয়ন ও সহযোগিতায় আরো বেশি প্রাণশক্তি যোগাবে।

তিনি আরো বলেন, ২০২৩ সালে প্রেসিডেন্ট সি’র ভিয়েতনাম সফরের পর থেকে দ্বিপাক্ষিক কৌশলগত আস্থা আরো বেড়ে গেছে এবং বাস্তব সহযোগিতায় অনেক সাফল্য অর্জন করেছে, দু’দেশের জনগণের মৈত্রী আরো গভীরতর হয়েছে। চীনের সাথে সম্পর্কের ওপর গুরুত্ব দেয় ভিয়েতনাম, চীনের অর্জিত সাফল্যের প্রতি শুভকামনা জানায় এবং চীনের দেশ প্রশাসন অভিজ্ঞতা, আত্মনির্ভরশীলতা এবং আত্ম-উন্নতির মনোভাব এবং চীনের উন্নয়নের পদ্ধতি শিখতে আগ্রহী। চীনের সাথে আর্থ-বাণিজ্য পুঁজি বিনিয়োগ, বিজ্ঞান প্রযুক্তি, পারস্পরিক যোগাযোগ ও পরিবহনসহ বিভিন্ন খাতের সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক, যাতে যৌথভাবে চ্যালেঞ্জ ও ঝুঁকি মোকাবিলা করা যায়। ভিয়েতনাম ও চীনের সাংস্কৃতিক বিনিময় বর্ষের কাজে লাগিয়ে জনগণের মৈত্রী আরো গভীরতর করবে। চীনের সাথে আন্তর্জাতিক ইস্যুতে সহযোগিতা জোরদার করবে ভিয়েতনাম, যাতে জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে বহুপক্ষবাদ ও আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষা করা যায়।

সূত্র : সুবর্ণা- হাশিম-প্রেমা, চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

SBN

SBN

চীনা প্রেসিডেন্টের ভিয়েতনাম সফর

আপডেট সময় ১০:২৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

ভিয়েতনামে সফররত চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এবং দেশটির প্রধানমন্ত্রী ফাম মিন চিন গত (সোমবার) রাতে বৈঠক করেছেন। বৈঠককালে প্রেসিডেন্ট সি বলেন, ভিয়েতনামের পার্টি ও সরকারের নেতৃত্বে দেশের রাজনীতি ও সমাজ স্থিতিশীল, সংস্কার কাজ ব্যাপক সাফল্যমণ্ডিত আর আন্তর্জাতিক মর্যাদাও দিন দিন বাড়ে। চীন ও ভিয়েতনাম উভয়েই জাতীয় পুনরুত্থান আর দেশের দ্রুত উন্নয়ন কার্যক্রম রয়েছে, তাই অভিন্ন কল্যাণের সমাজ চেতনায় দু’দেশের সার্বিক কৌশলগত সহযোগিতা গভীরতর করা উচিত, যাতে দেশের জনগণকে কল্যাণ বয়ে আনা যায়।

সি জোর দিয়ে বলেছেন, দু’পক্ষের উচিত কৌশলগত সহযোগিতা জোরদার করে উচ্চপর্যায়ের আদান-প্রদান ঘনিষ্ঠতর করা, যৌথভাবে আধিপত্যবাদ, একতরফাবাদ, সংরক্ষণবাদের প্রতিবাদ করা, বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব, বৈশ্বিক নিরাপত্তা প্রস্তাব ও বৈশ্বিক সভ্যতা প্রস্তাব বাস্তবায়ন করা, যাতে আন্তর্জাতিক সমতা ও ন্যায্যতা রক্ষা করা যায় এবং এশিয়া ও বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধ উন্নয়ন নিশ্চিত করা যায়।

দু’পক্ষের উচিত গুণগতমান উন্নয়ন বাস্তবায়ন করে দু’দেশের যৌথভাবে আধুনিকায়ন বাস্তবায়নে সমর্থন দেওয়া। চীন ও ভিয়েতনামের স্থল ও সমুদ্র সংযুক্তির আঞ্চলিক প্রাধান্য প্রয়োগ করে বিভিন্ন শিল্প সহযোগিতার সুপ্তশক্তি বিশকিত করবে। ধাপে ধাপে অবকাঠামো ব্যবস্থাপনার নির্মাণের সহযোগিতা চালু করে পারস্পরিক যোগাযোগ ও পরিবহন মান উন্নীত করা, অবাধ বাণিজ্যের উন্নয়ন নিশ্চিত করা। ৫জি, এআই, পরিচ্ছন্ন জ্বালানি সম্পদ, ডিজিটাল অর্থনীতিসহ বিভিন্ন খাতের সহযোগিতা জোরদার করবে দু’দেশ। চলতি বছর দু’দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫তম বার্ষিকী, এ উপলক্ষ্যে দ্বিপাক্ষিক মৈত্রীর গল্প আর সহযোগিতার মাধ্যমে আধুনিকায়ন বাস্তবায়নের গল্প তুলে ধরা হবে।

ফাম মিন চিন বলেছেন, চীনা প্রেসিডেন্ট সি’র ভিয়েতনাম সফর দ্বিপাক্ষিক উচ্চপর্যায়ের আদান-প্রদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুখী ব্যাপার, তার ঐতিহাসিক তাৎপর্য রয়েছে এবং তা দ্বিপাক্ষিক সম্পর্কের দ্রুত উন্নয়ন ও সহযোগিতায় আরো বেশি প্রাণশক্তি যোগাবে।

তিনি আরো বলেন, ২০২৩ সালে প্রেসিডেন্ট সি’র ভিয়েতনাম সফরের পর থেকে দ্বিপাক্ষিক কৌশলগত আস্থা আরো বেড়ে গেছে এবং বাস্তব সহযোগিতায় অনেক সাফল্য অর্জন করেছে, দু’দেশের জনগণের মৈত্রী আরো গভীরতর হয়েছে। চীনের সাথে সম্পর্কের ওপর গুরুত্ব দেয় ভিয়েতনাম, চীনের অর্জিত সাফল্যের প্রতি শুভকামনা জানায় এবং চীনের দেশ প্রশাসন অভিজ্ঞতা, আত্মনির্ভরশীলতা এবং আত্ম-উন্নতির মনোভাব এবং চীনের উন্নয়নের পদ্ধতি শিখতে আগ্রহী। চীনের সাথে আর্থ-বাণিজ্য পুঁজি বিনিয়োগ, বিজ্ঞান প্রযুক্তি, পারস্পরিক যোগাযোগ ও পরিবহনসহ বিভিন্ন খাতের সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক, যাতে যৌথভাবে চ্যালেঞ্জ ও ঝুঁকি মোকাবিলা করা যায়। ভিয়েতনাম ও চীনের সাংস্কৃতিক বিনিময় বর্ষের কাজে লাগিয়ে জনগণের মৈত্রী আরো গভীরতর করবে। চীনের সাথে আন্তর্জাতিক ইস্যুতে সহযোগিতা জোরদার করবে ভিয়েতনাম, যাতে জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে বহুপক্ষবাদ ও আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষা করা যায়।

সূত্র : সুবর্ণা- হাশিম-প্রেমা, চায়না মিডিয়া গ্রুপ।