
মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে মুরাদনগর উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফসী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার সকালে কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে এই বীজ ও সার বিতরন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ পাভেল খান পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন সরকার, কাজী ঈসমাইলসহ উপজেলার ২২টি ইউনিয়নের কৃষক কৃষাণীরা।
উপজেলার ২২টি ইউনিয়নের ৭হাজার কৃষকের মাঝে এই বীজ ও সার বিতরন করা হয়।