
জান্নাত ইসলাম তাইফা, মাল্টিমিডিয়া রিপোর্টার সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলা বিশ্ব অটিজম ও সচেতনতা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্রের আয়োজনে সুনামগঞ্জ প্রত্যয় স্কুলে এই দিবসটি পালন করা হয়।
এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার
জনাব নাসরিন আক্তার।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সুচিত্রা রায় এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মাহবুব জামান।
বক্তব্য রাখেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের তানজিল হক, দৈনিক মুক্তির লড়াই পত্রিকার স্টাফ রিপোর্টার ও অটিজম প্রতিবন্ধী নিয়ে কাজ করা তৃণমূল প্রতিবন্ধী পুনর্বাসন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এম তাজুল ইসলাম তারেক।
উপজেলা সমাজসেবা ও সহ সমাজ সেবার কর্মকর্তাগণ ছাড়াও ডিডিএস এর সভাপতি আবুল মনসুর জামশেদ উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন প্রত্যয় স্কুলের প্রধান শিক্ষক শাফায়াত মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে পত্র স্কুলের ছাত্র, শিক্ষক, অভিভাবক সাংবাদিক ও অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন।