ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সরাইলে বিএনপির দুই গ্রুপের সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ৩০ Logo শাহরাস্তিতে ওলামালীগ নেতা মাদরাসা কমিটির সভাপতি, ৩ সদস্যের পদত্যাগ Logo ব্যালট পেপার ছাপানো’র ঘোষণা দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার Logo কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা Logo খুলনা চাঞ্চল্যকর টগর হত্যার প্রধান আসামী গ্রেফতার Logo ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আর কোনো বাধা মেই Logo ঝিনাইগাতীতে দিঘীরপাড় ফাযিল মাদরাসায় সরকারি বই বিক্রির অভিযোগে শিক্ষার্থীদের ক্ষোভ Logo সি-পুতিন নেতৃত্বে রাশিয়া-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে Logo থিয়েনচিন সম্মেলন গ্লোবাল সাউথকে সুসংহত করেছে:কিউবা Logo থিয়েনচিনে উদ্বোধন চীন-এসসিও সবুজ শিল্প প্ল্যাটফর্ম

অপহৃত শ্রীলঙ্কার তিন নাগরিককে মোল্লাহাট থেকে উদ্ধার

অতনু চৌধুরী (রাজু), বাগেরহাট

মুক্তিপণের দাবিতে অপহৃত শ্রীলঙ্কার তিন নাগরিককে বাগেরহাটের মোল্লাহাট থেকে উদ্ধার করেছে পুলিশ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে উপজেলার কোদালিয়া এলাকার দক্ষিণ আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

উদ্ধার হওয়া তিন শ্রীলঙ্কান হলেন– মালাভি পাঠিরানা ওরফে নিহাল আনন্দ, পাঠিরানা ওরফে টিকিরি কুমারীহাম ও থুপ্পী মুডিয়ানসিলা নিল। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আর অপহরণে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তিনজন হলেন– মোল্লাহাট উপজেলার দক্ষিণ আমবাড়ি গ্রামের শহিদুল শেখ (২৪), একই গ্রামের কাজী এমদাদ হোসেন (৫২) ও গোপলগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের জনি শেখ (৩৮)।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া তিন শ্রীলঙ্কার নাগরিকের মধ্যে একজন নারী রয়েছেন। ওই তিনজনের মধ্যে দুজন বাগেরহাটের শহিদুল শেখ নামের এক ব্যক্তির ব্যবসায়িক আমন্ত্রণে গত ২২ এপ্রিল ঢাকায় এসেছিলেন। পরবর্তীতে শ্রীলঙ্কায় তাদের পরিবারকে ফোন করে বাংলাদেশের একটি নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয়। পরে সে দেশের হাই-কমিশনের মাধ্যমে বাংলাদেশকে জানানো হলে এ নিয়ে কাজ শুরু করে‌ গোয়েন্দা সংস্থা।

বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ জানান, সম্প্রতি বাংলাদেশের নাগরিক বাগেরহাটের মোল্লাহাট উপজেলার দক্ষিণ আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর সঙ্গে ওই শ্রীলঙ্কান নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে ব্যবসার প্রলোভন দেখিয়ে তাদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান অপহরণকারীরা। এমদাদের আমন্ত্রণ পেয়ে গত মঙ্গলবার ওই তিন শ্রীলঙ্কান নাগরিক বাংলাদেশে আসেন। ঢাকায় আসার পর শ্রীলঙ্কার ওই নাগরিকদের জিম্মি করে অপহরণকারীরা। এরপর তাদের পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়। মুক্তিপণ না দিলে আটকে রাখা হবে বলে ভয়ভীতি দেখিয়ে গতকাল বুধবার রাত ১০টা নাগাদ তাদের নিয়ে বাগেরহাটের মোল্লাহাটে আসেন অপহরণকারীরা।

বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ আরও জানান, এ ঘটনায় শ্রীলঙ্কার ওই নাগরিকদের পরিবারের সদস্যরা তাদের দূতাবাসে জানালে দূতাবাস কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারকে বিষয়টি অবহিত করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাতে পুলিশের একাধিক দল মোল্লাহাটের দক্ষিণ আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর বাড়িতে অভিযান চালিয়ে এক নারীসহ তিন শ্রীলঙ্কানকে উদ্ধার করে। এ সময় অপহরণের সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ওই তিন শ্রীলঙ্কানকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে তাদের খুলনায় নেওয়া হয়েছে। প্রক্রিয়া মেনে তাদের দেশে ফেরত পাঠানো হবে। আর অপহরণে জড়িতেদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরাইলে বিএনপির দুই গ্রুপের সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ৩০

SBN

SBN

অপহৃত শ্রীলঙ্কার তিন নাগরিককে মোল্লাহাট থেকে উদ্ধার

আপডেট সময় ০৮:১৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

অতনু চৌধুরী (রাজু), বাগেরহাট

মুক্তিপণের দাবিতে অপহৃত শ্রীলঙ্কার তিন নাগরিককে বাগেরহাটের মোল্লাহাট থেকে উদ্ধার করেছে পুলিশ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে উপজেলার কোদালিয়া এলাকার দক্ষিণ আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

উদ্ধার হওয়া তিন শ্রীলঙ্কান হলেন– মালাভি পাঠিরানা ওরফে নিহাল আনন্দ, পাঠিরানা ওরফে টিকিরি কুমারীহাম ও থুপ্পী মুডিয়ানসিলা নিল। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আর অপহরণে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তিনজন হলেন– মোল্লাহাট উপজেলার দক্ষিণ আমবাড়ি গ্রামের শহিদুল শেখ (২৪), একই গ্রামের কাজী এমদাদ হোসেন (৫২) ও গোপলগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের জনি শেখ (৩৮)।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া তিন শ্রীলঙ্কার নাগরিকের মধ্যে একজন নারী রয়েছেন। ওই তিনজনের মধ্যে দুজন বাগেরহাটের শহিদুল শেখ নামের এক ব্যক্তির ব্যবসায়িক আমন্ত্রণে গত ২২ এপ্রিল ঢাকায় এসেছিলেন। পরবর্তীতে শ্রীলঙ্কায় তাদের পরিবারকে ফোন করে বাংলাদেশের একটি নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয়। পরে সে দেশের হাই-কমিশনের মাধ্যমে বাংলাদেশকে জানানো হলে এ নিয়ে কাজ শুরু করে‌ গোয়েন্দা সংস্থা।

বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ জানান, সম্প্রতি বাংলাদেশের নাগরিক বাগেরহাটের মোল্লাহাট উপজেলার দক্ষিণ আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর সঙ্গে ওই শ্রীলঙ্কান নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে ব্যবসার প্রলোভন দেখিয়ে তাদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান অপহরণকারীরা। এমদাদের আমন্ত্রণ পেয়ে গত মঙ্গলবার ওই তিন শ্রীলঙ্কান নাগরিক বাংলাদেশে আসেন। ঢাকায় আসার পর শ্রীলঙ্কার ওই নাগরিকদের জিম্মি করে অপহরণকারীরা। এরপর তাদের পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়। মুক্তিপণ না দিলে আটকে রাখা হবে বলে ভয়ভীতি দেখিয়ে গতকাল বুধবার রাত ১০টা নাগাদ তাদের নিয়ে বাগেরহাটের মোল্লাহাটে আসেন অপহরণকারীরা।

বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ আরও জানান, এ ঘটনায় শ্রীলঙ্কার ওই নাগরিকদের পরিবারের সদস্যরা তাদের দূতাবাসে জানালে দূতাবাস কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারকে বিষয়টি অবহিত করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাতে পুলিশের একাধিক দল মোল্লাহাটের দক্ষিণ আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর বাড়িতে অভিযান চালিয়ে এক নারীসহ তিন শ্রীলঙ্কানকে উদ্ধার করে। এ সময় অপহরণের সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ওই তিন শ্রীলঙ্কানকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে তাদের খুলনায় নেওয়া হয়েছে। প্রক্রিয়া মেনে তাদের দেশে ফেরত পাঠানো হবে। আর অপহরণে জড়িতেদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।