
মোঃ তরিকুল ইসলাম খন্দকার, লালমনিরহাট
চাকরি স্থায়ীকরণ, পদোন্নতি এবং নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবিতে লালমনিরহাটে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেছেন।
বৃহস্পতিবার সকালে পিডিবিএফ লালমনিরহাট অঞ্চলের সকল কর্মচারীরা উপপরিচালকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তাদের তিন দফা দাবি তুলে ধরেন—অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায্য পদোন্নতি প্রদান এবং আগামী ২৫ এপ্রিল নির্ধারিত নিয়োগ পরীক্ষা স্থগিত করা।
লালমনিরহাট অঞ্চল পিডিবিএফ কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সায়েম বলেন, “দীর্ঘদিন ধরে আমরা অবহেলিত। আমাদের চাকরি এখনো স্থায়ী হয়নি। আমাদের দাবি দ্রুত মেনে নিতে হবে, নইলে আগামীতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”
বক্তারা আরও বলেন, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত থেকে দারিদ্র্য দূরীকরণে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।দেশে দারিদ্র্য বিমোচনে পিডিবিএফ-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ এ প্রতিষ্ঠানের কর্মচারীরাই দীর্ঘদিন ধরে চাকরির নিরাপত্তা ও পদোন্নতির সুযোগ থেকে বঞ্চিত। তাই তারা অনতিবিলম্বে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।