ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নলছিটিতে ৪০টি টিউবওয়েল বিতরণ Logo অবৈধ ড্রেজারে ধ্বংসের মুখে বারেশ্বর বিলের তিন ফসলি জমি Logo কালীগঞ্জে ভাটা উচ্ছেদে এসে শ্রমিকদের বাধায় ফিরে গেলেন পরিবেশ অধিপ্তর Logo সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ৫১ শিক্ষার্থী মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তির্ন Logo ১৬ই ডিসেম্বর: মুক্তির লড়াই, গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশের প্রত্যাশা Logo চীনের অর্থনীতি: চাপ সামলেও শক্তিশালী অগ্রগতি Logo বিজ্ঞান ও প্রযুক্তিতে শক্তিশালী রাষ্ট্র গড়ার লক্ষ্যে চীন Logo ইউনিট ৭৩১: সংগঠিত রাষ্ট্রীয় অপরাধের অকাট্য প্রমাণ Logo আবুধাবিতে ওয়াং ই–শেখ আবদুল্লাহ বৈঠক Logo ১৫ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে—রণাঙ্গনে চূড়ান্ত আঘাতের দিন

রাজশাহীতে ভুয়া মাদ্রাসা চালিয়ে প্রতারণার অভিযোগ

মোঃ বিশাল উদ্দিন পবা, (রাজশাহী)

রাজশাহী জেলার পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের ইটাঘাটী প্রথমপাড়া গ্রামে ‘জান্নাতুল ফেরদাউস মহিলা হাফেজিয়া মাদ্রাসা (লিল্লাহ
বোর্ডিং ও এতিমখানা)’ নামের একটি মাদ্রাসা কাগজে কলমে থাকলেও বাস্তবে নেই পাঠদান বা শিক্ষার্থীর কোনো চিহ্ন।

অথচ মাদ্রাসার নাম ব্যবহার করে প্রতিদিন এলাকায় ঘুরে ঘুরে তোলা হচ্ছে হাজার হাজার টাকা, চাল-ডাল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। স্থানীয়দের অভিযোগ, এটি একটি সংগঠিত প্রতারণার কেন্দ্র যা ধর্মের আড়ালে দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন রাজু আহমেদ নামের এক ব্যক্তি।

প্রতিদিন সকাল হলেই তিনটি ইজিবাইক ছুটে বেড়ায় রাজশাহীসহ আশপাশের এলাকায়—মাদ্রাসার নামে সাহায্য সংগ্রহের জন্য। অথচ স্থানীয় কেউ কখনোই মাদ্রাসাটিতে কোনো শিক্ষার্থী দেখেনি। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খোইবর আলী অভিযোগ করেন, রাজু অনুমতি ছাড়াই তার স্বাক্ষর নকল করে তাকে মাদ্রাসার সভাপতি বানিয়ে রেখেছিল, যা জানার পর তিনি তা বাতিল করতে বলেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, টিনের বেড়ায় ঘেরা একটি স্থানে ইটের কিছু ঘর থাকলেও সেখানে নেই কোনো শিক্ষার্থী, শিক্ষক, বা পাঠদানের পরিবেশ। রয়েছে শুধু আলু, পেঁয়াজ ও চালের স্তুপ—যা দানের মালামাল হিসেবেই বোঝা যায়। নেই বিছানাপত্র, নেই কোনো শিক্ষা উপকরণ।

মাদ্রাসার নামে ভুয়া রশিদ ছাপিয়ে বছরজুড়ে চলে রাজুর অনুদান সংগ্রহের মহোৎসব। অথচ স্থানীয়রা বলছেন, এই নামে কোনও শিক্ষা কার্যক্রম চলছে না। রাজু নিজেই একাধারে মাদ্রাসার সভাপতি, মহাপরিচালক এবং ক্যাশিয়ার। তার বিরুদ্ধে ২০১৯ সালে পবা থানায় একটি মাদক মামলাও রয়েছে (জি.আর. মামলা নং ২১/২০১৯), যার কারণে তিনি কারাগারেও ছিলেন।

সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো—এই ভুয়া মাদ্রাসা নিয়ে কেউ কথা বললেই রাজু ও তার ‘ক্যাডার বাহিনী’ হুমকি-ধামকি দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করে। এমনকি সাংবাদিকদের সাথেও খারাপ আচরণ করা হয়, প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাজু যেভাবে ধর্মকে ঢাল বানিয়ে প্রতারণা করছে, তা থামানো না গেলে আসল মাদ্রাসা ও এতিমখানাগুলোর প্রতি মানুষের বিশ্বাস উঠে যাবে। আমরা চাই, প্রশাসন অবিলম্বে এই প্রতারকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক।”
এই ঘটনা স্পষ্ট করে দেয়, ধর্মীয় প্রতিষ্ঠানকে ঢাল বানিয়ে কেউ যদি নিজের স্বার্থ হাসিল করে, সেটি শুধু বেঈমানি নয়, একটি গোটা সমাজব্যবস্থার উপর আঘাত।

প্রশাসনের কাছে স্থানীয়দের একটাই দাবি—রাজু আহমেদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত ও আইনি পদক্ষেপ গ্রহণ করে এই প্রতারণার জাল ছিন্ন করা হোক।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নলছিটিতে ৪০টি টিউবওয়েল বিতরণ

SBN

SBN

রাজশাহীতে ভুয়া মাদ্রাসা চালিয়ে প্রতারণার অভিযোগ

আপডেট সময় ০৮:৫৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

মোঃ বিশাল উদ্দিন পবা, (রাজশাহী)

রাজশাহী জেলার পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের ইটাঘাটী প্রথমপাড়া গ্রামে ‘জান্নাতুল ফেরদাউস মহিলা হাফেজিয়া মাদ্রাসা (লিল্লাহ
বোর্ডিং ও এতিমখানা)’ নামের একটি মাদ্রাসা কাগজে কলমে থাকলেও বাস্তবে নেই পাঠদান বা শিক্ষার্থীর কোনো চিহ্ন।

অথচ মাদ্রাসার নাম ব্যবহার করে প্রতিদিন এলাকায় ঘুরে ঘুরে তোলা হচ্ছে হাজার হাজার টাকা, চাল-ডাল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। স্থানীয়দের অভিযোগ, এটি একটি সংগঠিত প্রতারণার কেন্দ্র যা ধর্মের আড়ালে দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন রাজু আহমেদ নামের এক ব্যক্তি।

প্রতিদিন সকাল হলেই তিনটি ইজিবাইক ছুটে বেড়ায় রাজশাহীসহ আশপাশের এলাকায়—মাদ্রাসার নামে সাহায্য সংগ্রহের জন্য। অথচ স্থানীয় কেউ কখনোই মাদ্রাসাটিতে কোনো শিক্ষার্থী দেখেনি। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খোইবর আলী অভিযোগ করেন, রাজু অনুমতি ছাড়াই তার স্বাক্ষর নকল করে তাকে মাদ্রাসার সভাপতি বানিয়ে রেখেছিল, যা জানার পর তিনি তা বাতিল করতে বলেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, টিনের বেড়ায় ঘেরা একটি স্থানে ইটের কিছু ঘর থাকলেও সেখানে নেই কোনো শিক্ষার্থী, শিক্ষক, বা পাঠদানের পরিবেশ। রয়েছে শুধু আলু, পেঁয়াজ ও চালের স্তুপ—যা দানের মালামাল হিসেবেই বোঝা যায়। নেই বিছানাপত্র, নেই কোনো শিক্ষা উপকরণ।

মাদ্রাসার নামে ভুয়া রশিদ ছাপিয়ে বছরজুড়ে চলে রাজুর অনুদান সংগ্রহের মহোৎসব। অথচ স্থানীয়রা বলছেন, এই নামে কোনও শিক্ষা কার্যক্রম চলছে না। রাজু নিজেই একাধারে মাদ্রাসার সভাপতি, মহাপরিচালক এবং ক্যাশিয়ার। তার বিরুদ্ধে ২০১৯ সালে পবা থানায় একটি মাদক মামলাও রয়েছে (জি.আর. মামলা নং ২১/২০১৯), যার কারণে তিনি কারাগারেও ছিলেন।

সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো—এই ভুয়া মাদ্রাসা নিয়ে কেউ কথা বললেই রাজু ও তার ‘ক্যাডার বাহিনী’ হুমকি-ধামকি দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করে। এমনকি সাংবাদিকদের সাথেও খারাপ আচরণ করা হয়, প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাজু যেভাবে ধর্মকে ঢাল বানিয়ে প্রতারণা করছে, তা থামানো না গেলে আসল মাদ্রাসা ও এতিমখানাগুলোর প্রতি মানুষের বিশ্বাস উঠে যাবে। আমরা চাই, প্রশাসন অবিলম্বে এই প্রতারকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক।”
এই ঘটনা স্পষ্ট করে দেয়, ধর্মীয় প্রতিষ্ঠানকে ঢাল বানিয়ে কেউ যদি নিজের স্বার্থ হাসিল করে, সেটি শুধু বেঈমানি নয়, একটি গোটা সমাজব্যবস্থার উপর আঘাত।

প্রশাসনের কাছে স্থানীয়দের একটাই দাবি—রাজু আহমেদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত ও আইনি পদক্ষেপ গ্রহণ করে এই প্রতারণার জাল ছিন্ন করা হোক।