
সৌরভ মাহমুদ হারুন
কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন বলেছেন শেখ হাসিনা এমন কোন চেষ্টা নাই যা তিনি করেন নি বিএনপি কে ভাঙ্গার জন্য। কিন্তু আমাদের নেত্রী খালেদা জিয়া আপোষ হীন নেত্রী তিনি কোন কিছুতে আপোষ করেননি। খালেদা জিয়া কে বহু অত্যাচার জুলুম নির্যাতন করেছেন, জেলের একটি পরিত্যক্ত ঘরে বহু কষ্ট দিয়েছেন।
তাকে বাড়ি থেকে বের ও করে দিয়েছেন। তিনি আরও বলেছেন বিএনপি একটি বড় শক্তি শালীদল তার চেয়ে শক্তি হল কর্মীরা, আসল শক্তি হল কর্মীরা। সকলের মতামতের ভিত্তিতে বিএনপির সকল কমিটি গঠন করা হবে। শুক্রবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সোন্দ্রম উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এছাড়া ও তিনি উপজেলার ময়নামতি ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ডের ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনেও প্রধান অতিথির বক্তব্য রাখেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
প্রধান উদ্বোধন করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু।
প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহবায়ক হাজী মোঃ জসিম উদ্দিন জসিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান, সদস্য সচিব হাজী মোঃ কবির হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ূন কবির বাবুল, মোঃ মিজানুর রহমান কালিকা পুর, আবু নাসের মুন্সী, সদস্য জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু, ডা. টিপু সুলতান নিমসার, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন খান চৌধুরী, ময়নামতি ইউনিয়ন সভাপতি ও উপজেলার সদস্য অধ্যাপক মোঃ সালাহ উদ্দিন, ইউপি সভাপতি মোঃ ফরিদ খান মেম্বার, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি মোঃ আমির হোসেন বাদল, আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম।
সভাপতিত্ব করেন মোঃ তাজুল ইসলাম পরিচালনা করেন সহ-সভাপতি মোঃ আমির হোসেন বাদল।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৫১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী ওয়ার্ড বিএনপির পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন।
অপর দিকে উপজেলার ময়নামতি ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
প্রধান উদ্বোধন করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু।
প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহবায়ক হাজী মোঃ জসিম উদ্দিন জসিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান, সদস্য সচিব হাজী মোঃ কবির হোসেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট সাবেরা আল উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব খন্দকার জামাল হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপিকা নাজমা আনসারী, বুড়িচং উপজেলার যুগ্ম আহবায়ক এডভোকেট ফারুক আহমেদ, সদস্য মোঃ আমিনুল ইসলাম মেম্বার, আবু হেনা মোস্তফা কামাল, মোক্তার হোসাইন মিন্টু, সৈয়দ বশির আহমেদ, উপজেলা জাসাসের সভাপতি ফারুক আহমেদ।
সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, ইউপি বিএনপির সভাপতি অধ্যাপক মোঃ সালাহ উদ্দিন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ মেম্বার, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম।
আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্র দলের সভাপতি গাজী মোঃ জহিরুল ইসলাম দক্ষিণ জেলা ছাত্র দলের শেখ মোঃ নাজমুল হাসান, ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক রুবেল হোসেন।
অনুষ্ঠান শেষে ৫১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হয়েছেন ঈমান আলী, সহসভাপতি জালাল আহাম্মেদ, সহ-সভাপতি আমিন উল্লাহ,সহ-সভাপতি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক -মোশাররফ হোসেন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।