
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগুচ্ছ গ্রামে ২৮ এপ্রিল ২৫ ইং ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে জিহাদ (১৪) ফাহাদ (১৩) নামের দুই কিশোর নিহত ও আবু সুফিয়ান (৭) নামের ১ শিশু গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, কুমিল্লার বরুড়ার উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের পয়ালগুচ্ছ গ্রামে সোমবার ২৮ এপ্রিল ২৫ ইং আনুমানিক দুপুর সাড়ে ১১ টার দিকে কৃষি জমিতে ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে জিহাদ, ফাহাদ ও আবু সুফিয়ান গুরুতর আহত হয়।
পরিবারের সদস্যরা আহত তিনজন কে বরুড়া উপজেলা সরকারি হসপিটাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক জিহাদ ও ফাহাদ নামের দুই কিশোর কে মৃত্যু ঘোষণা করেন। গুরুতর আহত আবু সুফিয়ান কে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।
ফাহাদ মোঃ বিল্লাল হোসেন ও জিজাদ মোঃ খোকন মিয়ার ছেলে। আবু সুফিয়ান একই গ্রামের কামাল হোসেন এর ছেলে। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদুর রহমান জানান, সোয়া বারো টার দিকে দুই কিশোর ও ১ শিশু কে হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জিহাদ ও ফাহাদ কে মৃত্যু ঘোষণা করে ও আহত সুফিয়ান কে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।