
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনতি গ্রামের একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর ৬টার দিকে পুকুরে শিশুদের মরদেহ দুটি ভাসতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।
নিহত দুই শিশু হলো, ওই গ্রামের পূর্বপাড়ার রুবেল হোসেনের ছেলে জিহাদ হোসেন (৭) এবং মোহাম্মদ আলীর ছেলে শাব্বির হোসেন মহিন (১০)। তারা স্থানীয় গুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী ও নিহত শিশুদের পারিবারিক সূত্রে জানা গেছে, আগেরদিন সোমবার (২৮ এপ্রিল) দুপুরের পর তারা নিখোঁজ হয়। পরিবারের লোকজন মনে করেছিলেন ওই দুই শিশু খেলাধুলা করতে বাড়ি থেকে বের হয়েছে। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়-স্বজনের বাড়ি ও আশপাশের এলাকার বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধ্যান মেলেনি।
অবশেষে মঙ্গলবার ভোরে স্থানীয় এক ব্যক্তি হঠাৎ বাড়ির পাশেই একটি পুকুরে একজনের মরদেহ ভাসতে দেখেন। পরে শিশুদের স্বজন ও এলাকার লোকজন ওই পুকুর থেকে দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেন।
লাকসাম থানার কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) সহকারী উপ-পরিদর্শক চুমকি বড়ুয়া পুকুর থেকে দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।