ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঘোড়াশালে কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যাকারীদের গ্রেপ্তারের দবী Logo ভোলায় ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার Logo পায়রা বন্দরের অযোগ্য এইচপি এনজে কে সর্বনিম্ন দরদাতা ঘোষণা Logo শ্রমিক ও মালিকের পারস্পরিক অংশীদারিত্বে নতুন বাংলাদেশ বিনির্মানের আহবান জানিয়েছেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী Logo শাহরাস্তিতে অলংকার তৈরির কারখানায় চুরি, গ্রেফতার ২।। ১৪ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার Logo মুরাদনগরে দশ টাকায় খাবার পেলেন সাড়ে ৪শত মানুষ Logo পার্বত্য উপদেষ্টার সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ Logo ঝিনাইগাতীতে শতাধিক একর জমির ধান চিটা, কৃষকের মাথায় হাত Logo চাঁদপুরে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কর্ম বিরতি পালিত Logo বালিয়াডাঙ্গীতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

গাইবান্ধার ঐতিহ্যবাহী রসমঞ্জুরী স্বাদে অতুলনীয়

আঃ রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার

১৯৪৮ সালে শহরের সার্কুলার রোডের রমেশ সুইটসের কর্ণধার রমেশ চন্দ্র ঘোষ জেলায় সর্বপ্রথম রসমঞ্জুরী তৈরি করেন। সে সময় ভারতের উড়িষ্যা থেকে কারিগর এনে তিনি এই মিষ্টি তৈরি করতেন। পরবর্তী এক দশকের মধ্যেই রসমঞ্জরীর স্বাদ জেলার গণ্ডি পেরিয়ে দেশব্যাপী মানুষকে আকৃষ্ট করে।

গোল গোল নরম মিষ্টি ঘন লালচে দুধে জমে যেন ক্ষীর। এই মিষ্টি মুখে দিলেই মিলবে অদ্ভুত প্রশান্তি। রস আর অনন্য স্বাদের জন্য এই মিষ্টির নাম রসমঞ্জুরী। এটি গাইবান্ধার ঐতিহ্যবাহী মিষ্টি, যা দেশ পেরিয়ে এখন বিদেশেও যাচ্ছে।

দুধ, ছানা, ক্ষীর ও চিনির মিশ্রণে বিশেষ প্রক্রিয়ায় ছোট ছোট গোলাকার ছানায় তৈরি মিষ্টিতে ব্যবহার করা হয় দুধের ঘন রস।
গাইবান্ধার ছোট বড় প্রায় সব মিষ্টির দোকানেই এখন রসমঞ্জুরী বিক্রি হলেও শুরুটা হয় রমেশ ঘোষের হাত ধরে। ১৯৪৮ সালে শহরের সার্কুলার রোডের রমেশ সুইটসের মালিক রমেশ চন্দ্র ঘোষ জেলায় সর্বপ্রথম রসমঞ্জুরী তৈরি করেন।

রমেষ ঘোষের মৃত্যু হয়েছে বেশ আগে। এখন তার ব্যবসা ধরে রেখেছেন স্বজনরা। তবে এখন রসমঞ্জরীর জন্য বিখ্যাত গাইবান্ধা মিষ্টান্ন ভাণ্ডার ও নাড়ু মিষ্টান্ন ভাণ্ডারসহ একাধিক দোকান। প্রতিদিন এক একটি দোকানে তৈরি হচ্ছে ৫০০ থেকে ৬০০ কেজি রসমঞ্জুরী। এর একটি অংশ রপ্তানি হচ্ছে বিদেশে।

রমেশ ঘোষের দোকান রসমঞ্জুরির পথিকৃৎ হলেও বিক্রিতে খ্যাতি অর্জন করেছে কাচারি বাজারের গাইবান্ধা মিষ্টান্ন ভাণ্ডার। প্রতিদিন ৬০০ কেজির বেশি রসমঞ্জুরী তৈরি করছে প্রতিষ্ঠানটি।

জেলায় গাইবান্ধা মিষ্টান্ন ভাণ্ডারের দুটি শাখা ও একটি কারখানা রয়েছে। কর্মচারীর সংখ্যা ৪০ জন।

কারখানার প্রধান কারিগর নূর আলম রসমঞ্জরীর প্রস্তুত প্রণালি সম্পর্কে জানান, প্রথমে বিভিন্ন খামারি ছাড়াও মিল্কভিটা কোম্পানির কাছে খাটি দুধ সংগ্রহ করেন তারা। এরপর বড় কড়াইয়ে সেগুলো জ্বাল দিতে হয়। পরে ফুটন্ত দুধ ঠান্ডা করে হালকা গরম অবস্থায় ছানা ছেঁকে বের করতে হয়।
তারপর হালকা আটা, সুজি ও চিনি দিয়ে মিশ্রণটি মেশিনে দিয়ে গোল গোল করে মিষ্টি কাটতে হয়। পরে সেগুলো ফুটন্ত চিনির সিরায় ১০ থেকে ১২ মিনিট সেদ্ধ করে ফের সিরায় নামানো হয়। কিছুক্ষণ ঠান্ডা করার পর তা ক্ষিরে ঢোবালেই ক্ষির-গুটি মিলে তৈরি হয় সুস্বাদু ও রসে টইটুম্বুর রসমঞ্জুরী।
নূর আলম বলেন, ‘আমাদের তিনটে দোকানে রসমঞ্জুরী ছাড়াও নানা পদের দই-মিষ্টি বিক্রি হয়। ৬০০ কেজির মতো রসমালাই যায়। তা ছাড়া রসগোল্লা, সাগরভোগ, কালোজামসহ বহু পদের মিষ্টি ও দই বিক্রি হয়। কেউ কেউ পাইকারি নিয়েও ঢাকায় বিক্রি করেন।’

গাইবান্ধা মিষ্টান্ন ভাণ্ডারের পরিচালক কাজী নাজমুল হাবিব তমাল বলেন, ‘জেলার ঐতিহ্যের কথা চিন্তা করে এই প্রতিষ্ঠানটি করা হয়। শুধু জেলায় নয়; সারা দেশসহ এই রসমঞ্জুরী আমরা বিদেশেও পাঠাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘জেলা ব্যান্ডিং এ রসমঞ্জুরী স্থান পাওয়ায় খুব খুশি হয়েছি। রসমঞ্জুরীর সেই স্বাদ ও ঐতিহ্য ধরে রেখে ব্যবসাটা স্বচ্ছতার সঙ্গে চালিয়ে যেতে চাই।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘোড়াশালে কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যাকারীদের গ্রেপ্তারের দবী

SBN

SBN

গাইবান্ধার ঐতিহ্যবাহী রসমঞ্জুরী স্বাদে অতুলনীয়

আপডেট সময় ০৩:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

আঃ রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার

১৯৪৮ সালে শহরের সার্কুলার রোডের রমেশ সুইটসের কর্ণধার রমেশ চন্দ্র ঘোষ জেলায় সর্বপ্রথম রসমঞ্জুরী তৈরি করেন। সে সময় ভারতের উড়িষ্যা থেকে কারিগর এনে তিনি এই মিষ্টি তৈরি করতেন। পরবর্তী এক দশকের মধ্যেই রসমঞ্জরীর স্বাদ জেলার গণ্ডি পেরিয়ে দেশব্যাপী মানুষকে আকৃষ্ট করে।

গোল গোল নরম মিষ্টি ঘন লালচে দুধে জমে যেন ক্ষীর। এই মিষ্টি মুখে দিলেই মিলবে অদ্ভুত প্রশান্তি। রস আর অনন্য স্বাদের জন্য এই মিষ্টির নাম রসমঞ্জুরী। এটি গাইবান্ধার ঐতিহ্যবাহী মিষ্টি, যা দেশ পেরিয়ে এখন বিদেশেও যাচ্ছে।

দুধ, ছানা, ক্ষীর ও চিনির মিশ্রণে বিশেষ প্রক্রিয়ায় ছোট ছোট গোলাকার ছানায় তৈরি মিষ্টিতে ব্যবহার করা হয় দুধের ঘন রস।
গাইবান্ধার ছোট বড় প্রায় সব মিষ্টির দোকানেই এখন রসমঞ্জুরী বিক্রি হলেও শুরুটা হয় রমেশ ঘোষের হাত ধরে। ১৯৪৮ সালে শহরের সার্কুলার রোডের রমেশ সুইটসের মালিক রমেশ চন্দ্র ঘোষ জেলায় সর্বপ্রথম রসমঞ্জুরী তৈরি করেন।

রমেষ ঘোষের মৃত্যু হয়েছে বেশ আগে। এখন তার ব্যবসা ধরে রেখেছেন স্বজনরা। তবে এখন রসমঞ্জরীর জন্য বিখ্যাত গাইবান্ধা মিষ্টান্ন ভাণ্ডার ও নাড়ু মিষ্টান্ন ভাণ্ডারসহ একাধিক দোকান। প্রতিদিন এক একটি দোকানে তৈরি হচ্ছে ৫০০ থেকে ৬০০ কেজি রসমঞ্জুরী। এর একটি অংশ রপ্তানি হচ্ছে বিদেশে।

রমেশ ঘোষের দোকান রসমঞ্জুরির পথিকৃৎ হলেও বিক্রিতে খ্যাতি অর্জন করেছে কাচারি বাজারের গাইবান্ধা মিষ্টান্ন ভাণ্ডার। প্রতিদিন ৬০০ কেজির বেশি রসমঞ্জুরী তৈরি করছে প্রতিষ্ঠানটি।

জেলায় গাইবান্ধা মিষ্টান্ন ভাণ্ডারের দুটি শাখা ও একটি কারখানা রয়েছে। কর্মচারীর সংখ্যা ৪০ জন।

কারখানার প্রধান কারিগর নূর আলম রসমঞ্জরীর প্রস্তুত প্রণালি সম্পর্কে জানান, প্রথমে বিভিন্ন খামারি ছাড়াও মিল্কভিটা কোম্পানির কাছে খাটি দুধ সংগ্রহ করেন তারা। এরপর বড় কড়াইয়ে সেগুলো জ্বাল দিতে হয়। পরে ফুটন্ত দুধ ঠান্ডা করে হালকা গরম অবস্থায় ছানা ছেঁকে বের করতে হয়।
তারপর হালকা আটা, সুজি ও চিনি দিয়ে মিশ্রণটি মেশিনে দিয়ে গোল গোল করে মিষ্টি কাটতে হয়। পরে সেগুলো ফুটন্ত চিনির সিরায় ১০ থেকে ১২ মিনিট সেদ্ধ করে ফের সিরায় নামানো হয়। কিছুক্ষণ ঠান্ডা করার পর তা ক্ষিরে ঢোবালেই ক্ষির-গুটি মিলে তৈরি হয় সুস্বাদু ও রসে টইটুম্বুর রসমঞ্জুরী।
নূর আলম বলেন, ‘আমাদের তিনটে দোকানে রসমঞ্জুরী ছাড়াও নানা পদের দই-মিষ্টি বিক্রি হয়। ৬০০ কেজির মতো রসমালাই যায়। তা ছাড়া রসগোল্লা, সাগরভোগ, কালোজামসহ বহু পদের মিষ্টি ও দই বিক্রি হয়। কেউ কেউ পাইকারি নিয়েও ঢাকায় বিক্রি করেন।’

গাইবান্ধা মিষ্টান্ন ভাণ্ডারের পরিচালক কাজী নাজমুল হাবিব তমাল বলেন, ‘জেলার ঐতিহ্যের কথা চিন্তা করে এই প্রতিষ্ঠানটি করা হয়। শুধু জেলায় নয়; সারা দেশসহ এই রসমঞ্জুরী আমরা বিদেশেও পাঠাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘জেলা ব্যান্ডিং এ রসমঞ্জুরী স্থান পাওয়ায় খুব খুশি হয়েছি। রসমঞ্জুরীর সেই স্বাদ ও ঐতিহ্য ধরে রেখে ব্যবসাটা স্বচ্ছতার সঙ্গে চালিয়ে যেতে চাই।’