
মাইন উদ্দিন মুন্সি, কোর্ট রিপোর্টার (চাঁদপুর)
চাঁদপুর জেলা জজ আদালতের প্রাঙ্গণে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার সরকারি কর্মচারীদের দাবি নিয়ে কর্ম বিরতি পালিত হয়েছে
বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় করত: অধস্তন আদালত ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারী গনকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম- ৬ষ্ঠ গ্রেডে পরবর্তী ৭ম-১২৩ম করা।
বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক যোগ্যতা জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ দেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে আজ সকল চাঁদপুর জেলা জজ আদালতের কর্মচারীরাআজ সকাল ৯:৩০ মিনিট থেকে ১১:৩০ মিনিট পর্যন্ত কর্ম বিরতি রেখেছেন এবং প্রত্যেক কর্মচারী ধারাবাহিকভাবে যার যার মত প্রকাশ করেছেন।